1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ১২:২৮ পূর্বাহ্ন

সূচনা বাহারকে কাজে লাগাতে চান রিফাত

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১১ বার পড়া হয়েছে

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আরফানুল হক রিফাতের জয়ের পেছনে বড় ভূমিকা ছিল স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের। নির্বাচন কমিশনের চিঠি পেয়েও এলাকা ছাড়েননি এই আওয়ামী লীগ নেতা। শেষ পর্যন্ত মাঠে থেকে নিজের সমর্থিত প্রার্থীকে জিতিয়ে নিয়ে এসেছেন।

কুমিল্লার রাজনীতিতে রিফাত বরাবরই বাহারের অনুগত। এই আস্থার প্রতিদানও তিনি ১৫ জুনের নির্বাচনে পেয়েছেন। ভোটের পর রিফাত বলেছেন, বাহারকে নেতা মেনেই তিনি আজীবন রাজনীতি করবেন।

বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনাকে সিটি করপোরেশন ও জনগণের সেবায় কাজে লাগাতে চান নবনির্বাচিত মেয়র। বৃহস্পতিবার একান্ত আলাপচারিতায় এমন ইচ্ছার কথাই জানালেন এই জনপ্রতিনিধি।

কুমিল্লাবাসীর উন্নয়নে পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি কুমিল্লা সিটির সব ওয়ার্ডে স্বাস্থ্যসেবা কমপ্লেক্স করব। এটি যে সিটি করপোরেশনের টাকায় হবে এমন নয়। আমরা বিত্তবানদের সহযোগিতা নেব। বিনা পারিশ্রমিকে কয়েকজন চিকিৎসক এটি শুরু করবেন। এটি শুরু করবেন আমার নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার ভাইয়ের মেয়ে সূচনা বাহার আর আমার মেয়ে সামিয়া রিফাত। আমরা এটি দিয়ে শুরু করব। এর পর মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা বসব। কুমিল্লাবাসীকে আমরা অনুরোধ করব— যত চিকিৎসক আছেন, সেবক আছেন, তারা যদি মাসে একদিন সময় দেন, তা হলে এটা শুরু করতে পারব।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে রিফাতের পক্ষে প্রচারে বড় ভূমিকা রেখেছেন বাহারের মেয়ে সূচনা। তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে কাজ করেছেন তিনি। দিবানিশি শোডাউন ও পথসভা করে জনমত তৈরি করেছেন নৌকার প্রার্থীর পক্ষে।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর