1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : shaker :
  4. [email protected] : shamim :
বুধবার, ১৮ মে ২০২২, ০৪:৩৮ অপরাহ্ন

স্ত্রীসহ তিন নায়কের ‘পারিবারিক সময়’

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ২০৪ বার পড়া হয়েছে

অনন্ত জলিল লিখলেন ‘ফ্যামিলি টাইম।’ আসলেই এটা পারিবারিক সময়। চিত্রনায়ক অনন্ত জলিল নবিজের ফেসবুকে দুই চিত্রনায়৯ক নিরব ও ইমনের সঙ্গে ছবি তুলেছেন। এসময় তাদের সঙ্গে প্রত্যেকের স্ত্রীও ছিল। এই মুহূর্তটি ধারণ করেই ফেসবুকে পোস্ট করে অনন্ত জলিল লিখেছেন, ফ্যামিলি টাইম।

ইমন-নিরব দুজনেই একযুগের বেশি শোবিজে কাজ করছেন। সেই সুবাদে তাদের চমৎকার বন্ধুত্ব। একসঙ্গে তারা বিজ্ঞাপন ও সিনেমাতেও কাজ করেছেন। এজন্য কেউ কেউ তাদের মানিকজোড় বলে থাকেন! এবার ইমন-নিরব দুজনে এলেন উপস্থাপনায়। তাদের উপস্থাপনা দেখা যাবে ২০ জন তারকার জমজমাট ঈদ আয়োজন।

ইমন-নিরবের অতিথি হয়ে ‘আনন্দ সময়’ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন অনন্ত জলিল-বর্ষা। তবে সবের বাইরে গিয়ে দেখা গেল সম্পর্কটা একদম পারিবারিক হয়ে গেছে। অনন্ত জলিলের সঙ্গে স্ত্রী বর্ষা, নিরবের সঙ্গে স্ত্রী ঋদ্ধি, ইমনের সঙ্গে স্ত্রী আয়েশা পারিবারিক গেট টুগেদারে মিলিত হন। পোশাকে তিন নায়কের পোশাকের সাদৃশ্যও রয়েছে।

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর