নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাদের দেশে একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন একটা ‘চিজ’। তাকে জাদুঘরে পাঠিয়ে দেওয়া উচিত। দুই দিন আগে তিনি বলেছেন, করোনা সংক্রমণের জন্য ভ্যাকসিন দরকার হবে না। কারণ, বাংলাদেশে এসে ভাইরাস নাকি স্বাভাবিকভাবেই মারা যায়। এত বড় মূর্খরা দেশের সরকার চালায়, মন্ত্রী হয়। এটা খুবই দুঃখজনক। এদের কাছে জাতি কিছু প্রত্যাশা করতে পারে না। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে এই মানববন্ধন হয়। মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় এতে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লে. কর্নেল জয়নুল আবেদীন, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য সারোয়ার হোসেন, প্রকৌশলী ইশরাক হোসেন ও ডাকসু ভিপি নুর হোসেন নূর বক্তব্য দেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে। বিচারব্যবস্থাকে আগেই হাইজ্যাক করা হয়েছে। এখন অর্থনীতির গায়ে হাত দিয়েছে। কয়েকদিন আগে তারা বলেছেন, আমাদের দেশের অর্থনীতির উন্নতি হচ্ছে কারণ আমাদের জিডিপি বৃদ্ধি পাচ্ছে। তারা জিডিপির এক কাহিনি খুব চালু করার চেষ্টা করেন। এভাবে তারা মিথ্যাচার করে মানুষকে ধোঁকা দেন। গুম-খুনের দায়ীদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান ডাকসুর সাবেক এই ভিপি। হাফিজ উদ্দিন আহমদ বলেন, সিনহা হত্যার বিচারের জন্য আমরা অপেক্ষা করব। এটিকে রাজনীতিকীকরণ করতে চাই না। আমরা আশা করব, প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, সিনহা হত্যার সুষ্ঠু বিচার হবে। যদি এই সরকার সিনহা হত্যার বিচার না করে তাহলে জনতার আদালতে ইনশাল্লাহ তাদের বিচার করব। এই হত্যাকারী, দুর্নীতিবাজ ও অবৈধ সরকারের কী পরিণতি হয় সারা বিশ্বের মানুষ সেটা দেখবে।