মনজুরুল আহসান বুলবুল: বিদায় ড. আনিসুজ্জামান, শ্রদ্ধেয় স্যার। আপনার প্রিয় শহীদ মিনার, আপনার প্রিয় বিশ্ববিদ্যালয়, আপনার প্রিয় বাংলা একাডেমী আজ বিরাণভূমি। সবার বুক জুড়ে কান্না। সবাই দূর থেকে হাত নেড়েই আপনাকে বলছে ‘বিদায়’। কিন্তু চোখ বুজে দেখি, এই বিদায় উচ্চারণে শামিল হাজারো মুখ, লাখো কণ্ঠ। অনন্ত সবুজ, পাখীদের কোলাহল সব আজ আনত আপনাকে বিদায় জানাতে । প্রথা মাফিক গার্ড অব অনারে বিউগলের সুরে সারাদেশের কান্না ; স্যালুটে সামিল সারাদেশের মানুষের সালাম, প্রণাম । কফিনে ওই এক টুকরো পুষ্পগুচ্ছ বাংলাদেশের হৃদয়।
আজিমপুরে আপনি বাবার বুকে ঘুমান। অন্ধকারের সাথে লড়তে আমরা জেগে আছি।
লেখক: এডিটর ইন চিফ, টিভি টুডে
(ফেসবুক থেকে সংগৃহীত)