1. [email protected] : admi2017 :
  2. [email protected] : Daily Khabor : Daily Khabor
  3. [email protected] : rubel :
  4. [email protected] : shaker :
  5. [email protected] : shamim :
শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২, ০৭:৩৬ পূর্বাহ্ন

২০ মাস ধরে অনুপস্থিত কর্মকর্তা, আসতে বলায় ঊর্ধ্বতনকে হুমকি

ডেইলি খবর নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান ২০ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত। ফলে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়মিত তদারক করা সম্ভব হচ্ছে না।

বিষয়টি জানতে পেরে কর্মস্থলে আসার নির্দেশ দেওয়ায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন আজিজুর রহমান। এ ঘটনায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম গত বুধবার তাঁর বিরুদ্ধে থানায় জিডি করেন।

শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন আজিজুর রহমান। ২০১৯ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত তিনি। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় উপজেলার মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় নানা সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে করোনা-পরবর্তী স্কুল খোলার পর সরকার শিক্ষাব্যবস্থার ক্ষতি পুষিয়ে নিতে নানা উদ্যোগ নিলেও এ উপজেলায় তা বাস্তবায়িত হচ্ছে না।

বিষয়টি প্রত্যক্ষ করে উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভায় তাঁকে নিয়ে আলোচনার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু এসবের থোড়াই কেয়ার করে এখনো কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তিনি। এ ব্যাপারে জানতে অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানের মোবাইল ফোনে বারবার কল করা হলেও তিনি ধরেননি।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মোক্তাদীর হোসেন বলেন, ‘শিক্ষা কর্মকর্তার অনুপস্থিতির কারণে আমাদের উপজেলার মাধ্যমিক শিক্ষাব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করেছি। এখনো তিনি কর্মস্থলে আসছেন না। তিনি কাউকেই পাত্তা দিচ্ছেন না।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘শাল্লা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিয়ে আমরা বিব্রত। তাঁকে অফিসে এসে নিয়মিত কাজ করার কথা বলায় তিনি আমাকে ফোনে দেখে নেওয়ার হুকমি দেন ও গালিগালাজ করেন। আমি থানায় জিডির পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।’

সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীর্ঘদিন ধরে কর্মস্থলে নেই। তাঁকে কর্মস্থলে আসার কথা বারবার বলা হলেও শুনছেন না। আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

বিজ্ঞাপন

এ জাতীয় আরো খবর