ভারতে যেন লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০০ জন। আর মারা গেছেন ১৯৫ জন। সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার পেরিয়েছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবার সকালের পরিসংখ্য়ান অনুসারে, এখন মোট করোনা আক্রান্ত ৪৬ হাজার ৪৩৩ জন, মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫৬৮ জনের। এখন পর্যন্ত প্রায় ১২ হাজার ৭২৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
এদিকে কিরোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশটিতে চলছে লকডাউন। টানা লকডাউনের জেরে মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি। ২৫ মার্চ থেকে শুরু হয়েছে এই লকডাউন। তারপর থেকে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ানো হল এই লকডাউনের মেয়াদ।
কিন্তু এরপরও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সোমবারও ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৫৭৩ জন করোনা আক্রান্ত হন। একদিনের মধ্য়েই মারা যান ৮৩ জন রোগী।