ডেইলি খবর ডেস্ক: হোক কাউন্টির এক যুবককে আটক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ওই যুবকের বিরুদ্ধে ৩৩২ জনের সঙ্গে যৌন অপরাধ সংঘটিত করার অভিযোগ রয়েছে। জানা গেছে, নর্থ ক্যারোলিনা কোর্ট অভিযুক্তকে জামিনের জন্য ২০ মিলিয়ন ডলার নির্ধারণ করেছে। এর আগে গত মাসে হোক কাউন্টির গোয়েন্দা কর্মকর্তারা জানান, একশ ৫৬ টি যৌন অপরাধের পেছনে জোসুয়াহ টেইলর ব্রাডশো নামে এক যুবক জড়িত থাকার অভিযোগ আছে।
কিন্তু,কর্মকর্তারা জানতেন-ব্রাডশো নর্থ ক্যারোলিনা ছেড়ে পালিয়ে গেছেন। ইটা থেকে তাকে আটক করে এফবিআই। বাচ্চাদের সঙ্গে যৌন অপরাধ সংঘটিত করার ১২ টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া অল্প বয়সীদের সঙ্গে আরো ১২ টি যৌন অপরাধের অভিযোগ রয়েছে। কিশোরীর সঙ্গে দ্বিতীয় ধাপের যৌন অপরাধের ১৪৪টি অভিযোগ রয়েছে। এছাড়া তৃতীয় মাত্রার যৌন অপরাধের এরকম আরো ১৪৪টি অভিযোগ রয়েছে। আর সবগুলো ঘটনার পেছনের ব্যক্তি একজনই। সরকারি কর্মকর্তারা বলেছেন, তদন্ত এখনো অব্যাহত আছে। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় তার শুনানির সময় নির্ধারিত আছে।