বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ

প্রকাশিত: ০৪:৪৫ এএম, এপ্রিল ২০, ২০২১

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ

করোনার বিস্তার রোধে সরকারের চলমান বিধিনিষেধের মেয়াদ এক সপ্তাহ বাড়ানোয় ২৮ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান সোহেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ সময়ে কার্গো বিমান, বিশেষ বা চার্টার্ড ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে। এ ছাড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে পাঠাতে বিশেষ ফ্লাইটও চলবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সমকালকে বলেন, ঢাকা থেকে ৫টি দেশে বিশেষ ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান 'সর্বাত্মক লকডাউন' আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক সভায় এ পরিস্থিতি পর্যালোচনা করে তা এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। এ দিকে ভিসার মেয়াদ নিয়ে উৎকণ্ঠায় থাকা প্রবাসী কর্মীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একের পর এক ছেড়ে যাচ্ছে বিশেষ ফ্লাইট। রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার বিকেল তিনটা পর্যন্ত ১০টি বিশেষ ফ্লাইট বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। বেবিচক কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাত ১২টা নাগাদ আরও ১২টি ফ্লাইটের সিডিউল রয়েছে। এ নিয়ে মোট ২০টি বিশেষ ফ্লাইট গন্তব্যে পৌঁছার সিডিউল রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদুল আহসান সমকালকে বলেন, সোমবার ২০টি ফ্লাইটের সিডিউল রয়েছে। এর মধ্যে বিকেল তিনটা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০টি ফ্লাইট ছেড়ে গেছে।
Link copied!