শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএলে ব্যাঙ্গালোরের হয়ে খেলবে টেনিস সুন্দরী সানিয়া মির্জা

প্রকাশিত: ০১:০০ পিএম, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

আইপিএলে ব্যাঙ্গালোরের হয়ে খেলবে টেনিস সুন্দরী সানিয়া মির্জা

ভারতে মেয়েদের খেলাধুলোকে উপরের সারিতে তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সানিয়ার অবদান অস্বীকার করা যাবে না। নিজের সাফল্য দিয়ে নতুন প্রজন্মকে খেলাধুলোর প্রতি প্রভাবিত করেছেন তিনি। ফলে খেলার জগতে সানিয়ার এমন প্রভাবকে স্বীকৃতি জানিয়েছে ভারত সরকার। এদিকে মির্জা সম্প্রতি টেনিসকে বিদায় জানালেও আসন্ন উইমেন্স প্রিমিয়র লিগের জন্য সানিয়া মির্জাকে মেন্টর নিযুক্ত করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর আগে ক্রিকেট ছেড়ে টেনিসের বিশ্বসেরা হয়েছেন অজি তারকা অ্যাশলে বার্টি। এতদিন মহিলা ক্রিকেট ও টেনিসের সেরা সংযোগ ছিল সেটিই। তবে মির্জা এবার বার্টিকেও পিছনে ফেললেন। কারন সরাসরি উইমেন্স প্রিমিয়র লিগে সাপোর্ট স্টাফের ভূমিকা নিতে চলেছেন ভারতের এই টেনিস সুন্দরী। ফলে ক্রিকেটের সঙ্গে সরাসরি জড়িয়ে গেল এই টেনিস তারকার নাম। আসন্ন ডব্লিউপিএল স্মৃতি মন্ধনা-রিচা ঘোষদের সঙ্গে কাজ করতে দেখা যাবে সানিয়াকে। এদিকে আরসিবির মেন্টর হওয়ার প্রস্তাব পেয়ে অবাক হয়েছেন। এছাড়া এই তারকা কিভাবে টেনিস খেলে ক্রিকেটকে সাহায্য করতে পারেন এ নিয়ে সানিয়া জানান, একটু অবাক হয়েছিলাম, তবে আমি সত্যিই রোমাঞ্চিত (এমন প্রস্তাব পেয়ে)। দীর্ঘ ২০ বছর ধরে আমি পেশাদার অ্যাথলিট। কখনও কখনও ভাবলে মনে হয়, এটা অত্যন্ত দীর্ঘ সময়। তবে অবসরের পরে আমার প্রধান কাজ হবে নতুন প্রজন্মের মেয়েদের এটা বিশ্বাস জোগানো যে, খেলাকেও প্রথম পছন্দের কেয়িয়ার হিসেবে বেছে নেওয়া যায়। তাদের এটাই বিশ্বাস করাতে চাই, যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, যদি নিজের প্রতি বিশ্বাস রাখো, তবে লক্ষ্যে পৌঁছতে পারো।
Link copied!