শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের দুই হেভিওয়েটের চোখ ফরিদপুর-২ আসনে

প্রকাশিত: ০৮:১০ পিএম, সেপ্টেম্বর ২৬, ২০২২

আওয়ামী লীগের দুই হেভিওয়েটের চোখ ফরিদপুর-২ আসনে

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সোমবার (২৬ সেপ্টেম্বর) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, এই আসনে কে হতে যাচ্ছেন আওয়ামী লীগের কাণ্ডারই? এই আসনটি ঘিরে আওয়ামী লীগের দুই হেভিওয়েট নেতা কাজী জাফরউল্লাহ এবং আব্দুর রহমানের চোখ এখন ওই আসনকে ঘিরেই। ফরিদপুর-৪ আসনের কাজী জাফরউল্লাহ নিজের আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েও নিক্সন চৌধুরীর কাছে পরাজিত হন এবং ফরিদপুরের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। রাজনীতিতে এখন তিনি অস্তিত্বের সঙ্কটে ভুগছেন। সেখান থেকে উত্তরণের জন্য কাজী জাফরউল্লাহ এখন ফরিদপুর-২ আসনের জন্য তৎপরতা শুরু করেন। অন্যদিকে ফরিদপুরের রাজনীতিতে আরেক আওয়ামী লীগের হেভিওয়েট নেতা ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমানের চোখও এখন ফরিদপুর-২ আসনের দিকে। ২০১৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। ফলে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্যও স্থানীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েন। স্থানীয় রাজনীতিতে আবারও সরব হতে তিনিও এখন ফরিদপুর-২ আসন থেকে মনোনয়ন চান বলে আওয়ামী লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের দুই হেভিওয়েট নেতা যখন ফরিদপুর-২ আসন নিয়ে তৎপর তখন সেখানে আওয়ামী লীগের মনোনয়নের অন্যতম দাবিদার সংসদ উপনেতা প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর লাবু। মায়ের মৃত্যু পর এই আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি। হেভিওয়েট দুই নেতার লড়াইয়ের মধ্যে শাহদাব আকবর লাবু এই আসনে মনোনয়ন পেতে পারেন বলে একাধিক সূত্র জানিয়েছে। তবেই এই আসনে কে মনোনয়ন পাবেন, সেই সিদ্ধান্ত নিবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
Link copied!