মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আগামী কয়েকদিন আসল পরীক্ষা দিতে হবে: ট্রাম্প

প্রকাশিত: ০৪:৩৯ এএম, অক্টোবর ৪, ২০২০

আগামী কয়েকদিন আসল পরীক্ষা দিতে হবে: ট্রাম্প

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে করোনা যুদ্ধে আগামী কয়েকদিন তাকে 'আসল পরীক্ষা' দিতে হবে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা একটি ভিডিও বার্তায় ট্রাম্প এমনটি বলেন। ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আমি এখানে এসেছি কারণ আমার শরীর ভালো লাগছিল না। আমি এখন আগের তুলনায় অনেক ভালো আছি। আমার মনে হয় আগামী কয়েকদিন আসল পরীক্ষা দিতে হবে। সেই সাথে তিনি ওই হাসপাতালে চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান। তবে আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। আগামী ৩ নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে আবারো প্রচারণায় ফিরতে চান ট্রাম্প। সূত্র: বিবিসি
Link copied!