শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আস্থা রাখুন, অবশ্যই ওরা ভালো করবে’

প্রকাশিত: ১০:২২ পিএম, জানুয়ারি ৬, ২০২২

‘আস্থা রাখুন, অবশ্যই ওরা ভালো করবে’

ক্রিকেটারদের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট থেকে অবসরের আগে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি বলেন, পেস বোলারদের নিয়ে অনেক কথা হয়েছে। অথচ টি-টোয়েন্টি দেখুন, পেসাররাই ভালো করে আসছে। তাসকিন নিয়মিত ভালো করেছে। টেস্টে একটা জায়গা ছিল যেখানে পেসাররা তেমন প্রভাব রাখতে পারেনি। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে পেসাররা কখনো এত খারাপ করেনি। জাতীয় দলের হয়ে ৩১০ ম্যাচে অংশ নিয়ে ৩৯০ উইকেট শিকার করা মাশরাফি আরও বলেন, টেস্টে কাজ করার সুযোগ আছে। কাজ করলে ফলাফলও আসছে। তাসকিনের দিকে তাকান। ইবাদতও এখন ভালো করছে। ইবাদত এমনি এমনি ভালো করেনি। ও লম্বা সময় ধরে খেলছে এবং ওকে টেস্টে কনসিডার করা হয়েছে, এজন্য ভালো করছে। তাকে নিশ্চিত করা হয়েছে; সে জানে এটা আমার ফিউচার, এখানে সার্ভিস দিতে হবে। জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া ৩৮ বছর বয়সী এই তারকা পেসার বলেন, একটা খেলোয়াড়ের সেট হতেও সময় লাগে। রাহীও অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে। যখন খেলোয়াড়রা দলে তার জায়গাটা পায় তখন ফলাফল আসে। কতটুকু আস্থা আপনার আছে এটাও প্রভাব রাখে। আপনার আস্থা না থাকলে পেসারের আস্থাও কমে যায় নিজের ওপর।
Link copied!