মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এবার রেল কর্তৃপক্ষের মামলার আসামি ‘৩০০ বিক্ষুব্ধ জনতা’

প্রকাশিত: ০১:১৮ পিএম, মার্চ ১৪, ২০২৩

এবার রেল কর্তৃপক্ষের মামলার আসামি ‘৩০০ বিক্ষুব্ধ জনতা’

সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদ এলাকায় রেললাইন অবরোধ ও আগুন দেওয়ার ঘটনায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশল (পথ) ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে এই মামলা করেন। গতরাতে মামলাটি গ্রহণ করে রাজশাহী রেলওয়ে থানা। মামলায় আসামি করা হয়েছে ২০০ থেকে ৩০০ জন অজ্ঞতনামা ব্যক্তিকে। তবে মামলায় ‘বিক্ষুব্ধ জনতার’ কথা উল্লেখ করা হয়েছে। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জন বিক্ষুব্ধকে আসামি করা হয়েছে। মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, গত রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট এলাকায় বিক্ষুব্ধ জনতা রেললাইনে আগুন লাগিয়ে দেন। তারা গুমটিঘরের জানালা ভাঙচুর করেন। এ সময় রেললাইন সম্পত্তি নাশকতা চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। আগুনে পুড়ে তিনটি কাঠের স্লিপার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে নষ্ট হওয়া মালামালের বিপরীতে ৯২টি প্যান্ডল ক্লিপ, একটি স্টিল স্লিপার এবং তিনটি কাঠের স্লিপার লাইনে লাগানো হয়। এর আগে গত রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করে পুলিশ। মামলায় ২৫০ থেকে ৩০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
Link copied!