বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমপি জাফর আলমের স্ত্রীর সম্পদ অনুসন্ধান শুরু দুদকের

প্রকাশিত: ০৯:৫০ এএম, আগস্ট ৪, ২০২২

এমপি জাফর আলমের স্ত্রীর সম্পদ অনুসন্ধান শুরু দুদকের

ডেইলি খবর ডেস্ক: সরকারী দলের এমপি জাফর আলমের স্ত্রীর সম্পদ অনুসন্ধান শুরু দুদকের। কক্্রবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের স্ত্রী শাহেদা বেগমের সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।জাফর আলমের স্ত্রী শাহেদা বেগম পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-৫) খান মো. মাজানুল ইসলাম জানান, শাহেদা বেগমের বিরুদ্ধে জলমহাল, সরকারি জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা আয় করার অভিযোগ এনে দুদকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ তদন্ত করে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালককে নির্দেশ দিয়েছে।দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম বলেন, 'নিয়ম মেনেই শাহেদা বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলছে। যদি তদন্তে অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।'
Link copied!