বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়েছেন সাকিব

প্রকাশিত: ১১:৫৬ এএম, জুন ৩০, ২০২২

ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়েছেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান খেলবেন কিনা তা নিয়ে গুঞ্জন ছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলছে। আগামী মাসে শুরু হতে যাওয়া সিরিজে খেলার পরিবর্তে ছুটি চেয়েছেন সাকিব। এর মধ্যে সেটা মৌখিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে জানিয়েছেন সাকিব। বুধবার (২৯ জুন) বোর্ড সভায় বসেছিলেন পরিচালকরা। সেখান থেকে বেরিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিবের সঙ্গে ওরকমভাবে আমার কথা হয়নি। সাকিব যাওয়ার আগে যে বিষয়টি জানতাম… আমার সঙ্গে না। অন্যদের থেকে জেনেছি, ও টেস্ট খেলবে না। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। তারপর আমার সঙ্গে যখন বসলো, তখন বললো টেস্ট খেলবে। খেললও তো এবং ওকে অধিনায়ক করা হলো। আমি এটা শুনেছি, ও জালাল ভাইকে বলেছে ওয়ানডে সিরিজ নাও খেলতে পারে। আগেই বলে গেছে। ও এখন পর্যন্ত বোর্ডে আর এটা নিয়ে কথা বলেনি। আজকাল ওর সঙ্গে কথা বললেই আমি বুঝতে পারবো। আনুষ্ঠানিকভাবে বোর্ডকে কিছু বলেনি। তবে ওটা আনুষ্ঠানিক ধরতেও পারেন। ও মৌখিকভাবে বলেছে জালাল ভাইকে।’ ছুটি দেওয়ার বিষয়ে নাজমুল হাসান আরো বলেছেন, দেখি... আসলে কী অবস্থা দাঁড়ায়। সাকিব যে ছুটি চেয়েছেন তা স্কোয়াড ঘোষণার আগেই একাধিক গণমাধ্যমে প্রকাশ হয়েছিল। কিন্তু নির্বাচকরা তাকে ঠিকই স্কোয়াডে রেখে দল ঘোষণা করেছিলেন। আর না খেলার সিদ্ধান্ত নিয়েও সাকিব স্কোয়াডে নিজের নাম দেখে খেলবেন বলে পুরো প্রক্রিয়াকেই হাস্যকর বানিয়ে ফেলেছেন। সাকিব এক সাক্ষাৎকারে বেছে বেছে খেলার কথা বলেছিলেন উল্লেখ করে তিনি বলেন, কম গুরুত্বপূর্ণ সিরিজ, যেগুলো আইসিসি সুপার লিগ বা র‌্যাংকিংয়ের অংশ নয়, সেসব না খেলার কথা বলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে আইসিসি সুপার লিগের অংশ নয়। ফলে দল হারুক বা জিতুক বিশ্বকাপের পয়েন্টে কোনো প্রভাব ফেলবে না। এরকম কম গুরুত্বপূর্ণ সিরিজে সাকিবের জায়গায় এক-দুইজনকে বাজিয়ে দেখা যায় বলে মনে করেন বিসিবি সভাপতি। শুধু সাকিব নন; তামিম, মুশফিক, মাহমুদউল্লাহর ক্ষেত্রেও তা প্রযোজ্য বলে মন্তব্য করেন তিনি।
Link copied!