মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কানের রেড কার্পেটে ‘পোশাক খুলে’ ইউক্রেনীয় নারীর প্রতিবাদ

প্রকাশিত: ০১:০৮ পিএম, মে ২১, ২০২২

কানের রেড কার্পেটে ‘পোশাক খুলে’ ইউক্রেনীয় নারীর প্রতিবাদ

চলছে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদা সম্পন্ন প্রভাবশালী উৎসব কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবের রেড কার্পেটে নজর থাকে সবার। সেখানেই ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদ জানালেন ইউক্রেনের এক নারী। রেড কার্পেটে যখন ক্যামেরায় পোজ দিতে ব্যস্ত তারকারা, ঠিক সেই সময় নিরাপত্তা বেড়াঝাল ভেঙে রেড কার্পেটে ঢুকে পড়েন তিনি। এরপর লাল গালিচার ওপর দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে চিৎকার করে ওই নারী বলেন, ‘আমাদের ধর্ষণ করা বন্ধ করুন’। শুধু তাই নয় এ সময় ওই নারী তার শরীরের ঊর্ধ্বাংশের পোশাক খুলে ফেলেন। শুক্রবার (২০ মে) এই ঘটনা এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এমন কাণ্ড দেখে উপস্থিত অতিথিরা তো হতবাক! মহিলাকে আটকাতে তৎক্ষণাৎ উপস্থিত হন নিরাপত্তারক্ষীরা। এবার ৭৫তম চলচ্চিত্রে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ডামাডোল বাজছে প্রথম দিন থেকেই। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনের সাবেক এই অভিনেতা বিশ্বজুড়ে সবার সমর্থনের জন্য আবেদন জানিয়েছেন। মঙ্গলবার দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের মঞ্চের স্ক্রিনে হাজির হলে সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানান। চলচ্চিত্রে যুদ্ধ ও স্বৈরশাসকদের তুলে ধরার বিষয়ে কথা বলেছেন জেলেনস্কি। এক্ষেত্রে ‘দ্য গ্রেট ডিক্টেটর’ ও ‘অ্যাপোক্যালিপস নাউ’র মতো ছবির উদাহরণ টেনেছেন তিনি। এছাড়া এই চলচ্চিত্র উৎসবে নিজের নতুন ছবি ‘‘চাইকস্কি’স ওয়াইফ’’ নিয়ে এসেছেন রাশিয়ার নির্বাসিত চলচ্চিত্র পরিচালক কিরিল সেরেব্রেনিকভ। তিনি দুই বছর রাশিয়ায় গৃহবন্দী ছিলেন। বৃহস্পতিবার দক্ষিণ ফ্রান্সের পালে দে ফেস্টিভাল ভবনের সংবাদ সম্মেলন কক্ষে হাজির হয়ে ইউক্রেনের ওপর রুশ আগ্রাসনের নিন্দা জানিয়েছেন তিনি। এবারের কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে ইউক্রেনের কয়েকজন নির্মাতার ছবি রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার স্পেশাল স্ক্রিনিংস শাখায় নির্বাচিত ‘মারিউপোলিস টু’র উদ্বোধনী প্রদর্শনী হয়েছে সাল বুনুয়েল প্রেক্ষাগৃহে। শুক্রবার আবারও দেখানো হয় রুশ সেনাদের হাতে নিহত লিথুয়ানিয়ার পরিচালক মান্তাস কোয়েদারাভিসাসের প্রামাণ্যচিত্রটি। এতে তুলে ধরা হয়েছে ইউক্রেনের মারিউপোলে ক্রমাগত রুশ বোমাবর্ষণ ও খুব কাছ থেকে শোনা বন্দুকের গুলির শব্দে বিপন্ন জীবনের গল্প। এটি মূলত যুদ্ধের ধ্বংসলীলা থেকে রক্ষা করা ফুটেজের সংকলন।
Link copied!