বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কীটনাশক চুরি: ডিএসসিসির ৪ মশক নিধন কর্মী চাকরিচ্যুত

প্রকাশিত: ০২:০১ এএম, জুন ২২, ২০২১

কীটনাশক চুরি: ডিএসসিসির ৪ মশক নিধন কর্মী চাকরিচ্যুত

মশক নিধনের কীটনাশক চুরি করে বিক্রির অভিযোগে চারজন মশক নিধন কর্মীকে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান তাদের বরখাস্তের আদেশ জারি করেন। এ চারজন হলেন- ৫০ নম্বর ওয়ার্ডের দৈনিক মজুরিভিত্তিক মশককর্মী উজ্জ্বল সিদ্দিকী, সুজন মিয়া, হাফিজুল ইসলাম ও জুয়েল মিয়া। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। ডিএসসিসি জানায়, গত ৯ জুন অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কাউন্সিলরদের দপ্তরে পৌঁছানোর জন্য ছয় ড্রাম কীটনাশক সরবরাহ করা হয়। প্রতিটি ড্রামের ধারণক্ষমতা ২০০ লিটার। অভিযুক্তরা কীটনাশকগুলো সায়দাবাদের মেসার্স ভাই ভাই এজেন্সি নামের প্রতিষ্ঠানে বিক্রি করছেন বলে ডিএসসিসি কর্তৃপক্ষ খবর পায়। তাৎক্ষণিকভাবে ডিএসসিসির মশক সুপারভাইজার মনিরুল ইসলাম ও স্বাস্থ্য পরিদর্শক মিজানুর রহমান ওই দোকানে উপস্থিত হলে তথ্যের সত্যতা পান। এমনকি তাদের উপস্থিতিতে কীটনাশকবাহী আরেকটি ভ্যানগাড়িও সেখানে পৌঁছায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম অনু, অঞ্চলের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এবং সায়দাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিল্লাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ওই দোকানের গোডাউন থেকে ২০০ লিটারের দুটি ড্রাম, ৩০ লিটারের ৮টি এবং ২০ লিটারের একটি গ্যালনসহ মোট ৬৬০ লিটার কীটনাশক জব্দ করেন। পরে দোকানের মালিক আবদুল মজিদ সিকদারের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয় এবং দোকানটি সিলগালা করে দেওয়া হয়।
Link copied!