শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার স্বাস্থ্য রিপোর্ট ‘অস্বাভাবিক’

প্রকাশিত: ১০:১৩ এএম, অক্টোবর ১৬, ২০২১

খালেদা জিয়ার স্বাস্থ্য রিপোর্ট ‘অস্বাভাবিক’

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রায় সবকটি রিপোর্ট চিকিৎসকের ভাষায় ‘এবনরমাল’ এসেছে। শরীরে এখনও থেমে থেমে জ্বর আসছে। জ্বর পুরোপুরি না কমার কারণও বের করতে পারছে না মেডিকেল বোর্ড। এ নিয়ে চিন্তিত চিকিৎসকরা। এভার কেয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার কিনডির ক্রিয়েটিনিন বর্ডার লাইন ক্রস করেছে। রক্তের হিমোগ্লোবিন কমে গেছে। সিটি স্ক্রানের রিপোর্টে স্বাস্থ্যগত ত্রুটি পাওয়া গেছে। এসবের কারণ খুঁজতে ফের কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। তিনি এখনও কেবিনেই আছেন। হাসপাতালে থাকতে হবে আরও কয়েকদিন। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের শরীরে তাপমাত্রা একটু কম ছিল। খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের বোন নাসরিন ইস্কান্দার গতকাল খালেদা জিয়াকে দেখে এসেছেন। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ হাসপাতালে গিয়েও তার নেত্রীর দেখা পাননি। একজন চিকিৎসক জানান, খালেদা জিয়াকে দেখে একটু চিন্তিত মনে হয়েছে। শরীরও দুর্বল। সালাম বিনিময়ের বাইরে তার সঙ্গে শুক্রবার তেমন বাক্য বিনিময় হয়নি। তবে অন্য দিন ভালো-মন্দ কথা বলেছেন। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, আমার সঙ্গে হাসপাতালে যাওয়ার আগের দিন খালেদা জিয়ার কথা হয়েছিল। এরপর যোগাযোগ হয়নি। নানা কারণে আমাকে হাসপাতালে যেতে নিষেধ করেছেন চিকিৎসকরা। হাসপাতালে ডেঙ্গু জ্বর ও করোনার সংক্রমণ রয়েছে। ঝুঁকির কারণে যাচ্ছি না। আমার বয়স হয়েছে। এজন্য হাসপাতালে যাওয়ার চেষ্টা করছি না। তিনি জানান, জ্বর থাকায় খাবারে খালেদা জিয়ার তেমন রুচি নেই। তার যা মনে চায় সে অনুয়ায়ী বাবুর্চিরা রান্না করে বাসায়। দুপুরে জাউ ও সঙ্গে মাছের ঝোল। রাতে চাল খুব নরম সিদ্ধ করে মাংসের ঝোল করে খাবার পাঠানো হয়। তিনি বলেন, জ্বর যাচ্ছে না, এটাই বড় চিন্তা। চিকিৎসকরা চেষ্টা করেও এর কারণ বের করতে পারছেন না। এজন্যই তো আমরা তাকে উন্নত চিকিৎসা করাতে বিদেশ নিতে চাচ্ছি। সবাই বিদেশে চিকিৎসা নিচ্ছে, যত নিয়ম আমার বোনের ক্ষেত্রে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুদিনের কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির মধ্যে গতকাল শুক্রবার দেশব্যাপী জেলা ও মহানগরে দোয়া মাহফিল করেছে। আজও দোয়া মাহফিল হবে সবখানে।
Link copied!