শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গভর্নর ভাইয়ের বিপদে সাহায্যে করে বরখাস্ত, সিএনএনের তারকা সাংবাদিক

প্রকাশিত: ০৯:১৬ এএম, ডিসেম্বর ২, ২০২১

গভর্নর ভাইয়ের বিপদে সাহায্যে করে বরখাস্ত, সিএনএনের তারকা সাংবাদিক

ডেইলি খবর ডেস্ক: আপন বড় ভাই নিউ ইয়র্কের গভর্নর, ছোট ভাই সিএনএনের তারকা সাংবাদিক। কুমো ভ্রাতাদের একসময় ঈর্ষার চোখেই দেখত পুরো আমেরিকা। কিন্তু গত ১২ মাসে বদলে গেছে কুমো পরিবারের চেহারা। একাধিক যৌন হয়রানির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন অ্যান্ড্রু কুমো। আর ভাইকে অভিযোগ ঢাকতে সাহায্য করার জন্য এবার বরখাস্ত হলেন ক্রিস কুমো। গত ১ ডিসেম্বর মঙ্গলবার মার্কিন টিভি চ্যানেল সিএনএনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রাইম টাইম উপস্থাপক ক্রিস কুমোকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হচ্ছে।" সিএনএন জানায়, সম্প্রতি প্রকাশিত কিছু নতুন নথিতে সাবেক নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুমোর সহযোগিতায় এই উপস্থাপকের 'স্বাচ্ছন্দ্যময়' ও 'অনুপযুক্ত' সম্পর্ক বেরিয়ে এসেছে। সিএনএনের বিবৃতিতে আরও বলা হয়, "প্রকাশিত নথিগুলো আমাদের অনেক গুরুতর প্রশ্নের মুখোমুখি করছে। ক্রিস স্বীকার করেছেন, ভাইকে সাহায্য করতে তিনি তার কর্মচারীদের উপদেশ দিয়েছেন, যা আমাদের নীতি-বহির্ভূত।"তবে আমরা এটাও বুঝতে পারছি,এক অতুলনীয় পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল তাকে, যেখানে পরিবারকে চাকরির চেয়ে বেশি মূল্য দিয়েছেন তিনি।"কিন্তু এই নথিগুলো তার ভাইয়ের প্রচেষ্টায় (ক্রিসের) বেশ ভালোভাবে জড়িত থাকাকে নির্দেশ করে, যার ব্যাপারে অবহিত ছিলাম না আমরা।" কুমোর রাত ৯টার (মার্কিন সময়) সংবাদ অনুষ্ঠান সিএনএনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে বিবেচিত। কুমোর এক ঘণ্টার প্রোগ্রাম প্রায়শই দিনের সর্বাধিক দর্শক আকর্ষণ করতে সক্ষম হতো বলে জানিয়েছে সিএনএন। গত ৩ আগস্ট নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের তদন্তে উঠে আসে, নিজের কর্মীসহ অন্তত ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন তৎকালীন গভর্নর অ্যান্ড্রু কুমো। এর কিছুদিনের মধ্যে দায় মাথায় নিয়ে পদত্যাগ করেন কুমো। তবে ভাইয়ের বিরুদ্ধে এসব অভিযোগ আসতে থাকলেও নিজের চাকরি চালিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন ক্রিস কুমো। কিন্তু গত সোমবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিশিয়া জেমস হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করেন, যেখানে দেখা যায়, ভাইয়ের প্রতিরক্ষায় সাহায্য করতে ক্রমাগত গভর্নরের কর্মীদের চাপ দিয়েছেন ক্রিস। অ্যাটর্নি জেনারেল নথি প্রকাশ করার ২৪ ঘণ্টার মাঝেই 'ছোট' কুমোকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় সিএনএন।
Link copied!