মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ অব্যহত স্থানীয় আওয়ামী লীগের

প্রকাশিত: ১০:১৩ এএম, অক্টোবর ৩, ২০২১

গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ অব্যহত স্থানীয় আওয়ামী লীগের

ডেইলি খবর ডেস্ক: গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে বহিস্কারের দাবিতে আগুন জালিয়ে বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মিরা। মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে শুধু বহিষ্কারের দাবিতেও বিক্ষোভ নয় তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ খতিয়ে দেখে স্থানীয় সরকারের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার দাবী উঠেছে। তাকে বহিস্কারের দাবি জোড়ালো করতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত শনিবার বিকেলে টঙ্গীর বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ করেন তাঁরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক ভোগাস্তিতে পড়েন হাজারো মানুষ। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের গোপনে ধারণ করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু,গোয়েন্দা সংস্থা ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকর্মীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন। এ নিয়ে এক সপ্তাহ ধরেই মহানগর এলাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন নেতা–কর্মীরা।এর মধ্যে শনিবার আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।পূর্বঘোষণা অনুযায়ী বিকেল চারটা থেকেই ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, মিলগেট, চেরাগ আলী, কলেজ গেট ও হোসেন মার্কেট এলাকায় একত্র হতে থাকেন স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে টঙ্গীর স্টেশন রোড এলাকা ও চেরাগ আলী এলাকায় টায়ারে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এ সময় তাঁরা বিভিন্ন ¯েøাগানের মাধ্যমে মেয়রের বহিষ্কার দাবি করেন। বিকেল পাঁচটায় স্টেশন রোড এলাকায় সরেজমিন দেখা যায়, সড়কের দুই পাশেই টায়ারে আগুন দিয়েছেন নেতা–কর্মীরা। আগুনের চারপাশে জড়ো হয়ে বিক্ষোভ করছেন তাঁরা। এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশও তাঁদের চারপাশে দাঁড়িয়ে আছে নির্বিকার।দেখা যায়,দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় বেকায়দায় পড়েছেন হাজারো মানুষ। তাঁরা একপর্যায়ে উপায়ান্তর না পেয়ে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে। কেউ হেঁটে,কেউবা চেষ্টা করছেন রিকশা অটোরিকশায় যেতে।নগরের বোর্ডবাজার এলাকার নুরুল আমিন হাসান ফিরছিলেন এয়ারপোর্ট থেকে। রাজধানীর আবদুল্লাহপুরে আসতেই আটকা পড়েন তিনি। যান বন্ধ থাকায় একপ্রকার বাধ্য হয়েই হাঁটা শুরু করেন তিনি। স্টেশন রোড এলাকায় কথা হলে তিনি বলেন,একটা জরুরি কাজে সন্ধ্যার আগে বাসায় যেতে হবে। কিন্তু গাড়ি বন্ধ থাকায় হেঁটেই যেতে হচ্ছে।এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো:ইলতুৎমিশ গণমাধ্যমকে বলেন,বিকেল চারটার কিছু পর থেকে গাড়ি চলাচল বন্ধ ছিল।পরবর্তী সময়ে আমরা বিক্ষোভকারীদের বুঝিয়ে সন্ধ্যা ছয়টার দিকে সড়ক থেকে উঠিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন দলীয় টিকিটে মেয়র হলেও জাহাঙ্গীর বিএনপি নানাস্বার্থ দেখছেন,বিএনপির আব্দুল আউয়াল মিন্টুর কোনো লোক তার কাছে আসলে তার কাজ আগে করে দেন। আওয়ামীি লীগের নেতাকর্মিরা উপেক্ষিত। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কুৎসা রটানো বা কুটক্তি দলের কোনো পর্যায়ের নেতাকর্মিরা করতে পারে না যা জাহাঙ্গীর করেছে। তাকে দল থেকে বহিস্কার করে স্থানীয় অওয়ামী লীগের রাজনীতির সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনেতে হবে। তার সম্পদেরও হিসেব নিতে হবে।
Link copied!