শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিঘ্ন

প্রকাশিত: ১২:৫৮ পিএম, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিঘ্ন

গ্রামীণফোনের নেটওয়ার্কে সমস্যা অনুভব করতে শুরু করেছেন গ্রাহকরা। বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ১১টা থেকে মোবাইল ডিভাইসে গ্রামীণফোনের নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ বিষয়ে বিটিআরসির জনসংযোগ কর্মকর্তা মামুন বলেন, বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১টার দিকে তিন জায়গায় অপটিক্যাল ফাইবার কাটা পড়েছে। এজন্য নেটওয়ার্ক সেবা ব্যহত হয়েছে। গ্রামীণফোনের কমিনিউকেশন্স ম্যানেজার মোহাম্মদ হাসান কালবেলাকে বলেন, ‘ফাইবার অপটিকস নেটওয়ার্কে বিঘ্ন ঘটায় সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’
Link copied!