শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যানের পকেটে টিআর প্রকল্পের টাকা

প্রকাশিত: ১২:৫৮ পিএম, আগস্ট ৮, ২০২২

চেয়ারম্যানের পকেটে টিআর প্রকল্পের টাকা

মদন উপজেলার গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কাগজে-কলমে কাজ দেখিয়ে প্রকল্পের টাকা নিজের পকেটে ভরেছেন তিনি। ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর) প্রকল্পের আওতায় গোবিন্দশ্রী ইউপি ভবন রং করার জন্য ৯৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কাজ না করেই বরাদ্দের টাকা তুলে নিয়েছেন প্রকল্প কমিটির সভাপতি সাহিদা বেগম। তাঁর কাছ থেকে এ টাকা গেছে ইউপি চেয়ারম্যান মামুনের পকেটে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার সরেজমিন দেখা যায়, গোবিন্দশ্রী ইউপি ভবনে রং করা হয়নি। জানতে চাইলে ইউপি সদস্য সাহিদা বেগম বলেন, চেয়ারম্যানের কথায় সই দিয়ে টাকা তুলেছেন তিনি। বরাদ্দের টাকা নিয়ে পরে কাজ করার কথা বলেছিলেন চেয়ারম্যান। কিন্তু এখন বলছেন বরাদ্দ ফেরত গেছে। তবে চেয়ারম্যান মামুনের ভাষ্য, বন্যার পানির জন্য সময়মতো পরিষদ ভবনে প্রকল্পের কাজ করা যায়নি। আজকেই (রোববার) কাজ শুরু করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল জানান, চেয়ারম্যানকে দ্রুত কাজ বাস্তবায়ন করতে বলা হয়েছে। নয়তো তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।  
Link copied!