বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাহাঙ্গীরের দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুদক

প্রকাশিত: ১২:১৬ পিএম, জুন ২৭, ২০২২

জাহাঙ্গীরের দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুদক

উন্নয়ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার অভিযোগের বিষয়ে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বলে রোববার জানিয়েছে সংস্থার সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের একটি অভিযোগ অনুসন্ধানে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ অনুসন্ধানের জন্য একটি অনুসন্ধান টিম গঠনের প্রস্তাবসহ কমিশনের অনুমোদনের জন্য নথি উপস্থাপন করা হলে দুই সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। সংস্থার উপপরিচালক নারগিস সুলতানা ও সহকারী পরিচালক মো. আশিকুর রহমান এ অনুসন্ধান করবেন। দুদক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম ভুয়া অ্যাকাউন্টে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সময়ে সিটি করপোরেশনের নামে কয়েক কোটি টাকা জমা এবং উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রসঙ্গত জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য জাহাঙ্গীরকে গত বছরের ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার করা হয়। এর এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর এক প্রজ্ঞাপনে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে ভুয়া দরপত্র, নির্দিষ্ট কোম্পানিকে দর দেওয়ার অনুরোধ সংক্রান্ত (আরএফকিউ) দরপত্রে অনিয়ম, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ও একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং প্রতিবছর হাটবাজার ইজারার টাকা যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না রাখাসহ বিভিন্ন অভিযোগ করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছিলেন জাহাঙ্গীর।
Link copied!