শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝগড়ার সময় অতিরিক্ত গাল দেওয়া নিয়ে নবীজী যা বলেছেন

প্রকাশিত: ০৪:৩৪ এএম, জানুয়ারি ২৯, ২০২১

ঝগড়ার সময় অতিরিক্ত গাল দেওয়া নিয়ে নবীজী যা বলেছেন

সাধারণ সময় মানুষকে গাল দেওয়া অপরাধ। আর ঝগড়ার সময় বেশি গালাগাল করা আরো বেশি নিন্দনীয়। মহানবী (সা.) বলেন, ‘চারটি দোষ যার মধ্যে পাওয়া যাবে সেই প্রকৃত মুনাফিক। যার মধ্যে এর একটি পাওয়া যাবে তার কাছে মুনাফিকের একটি চরিত্র পাওয়া গেল। যখন আমানত রাখা হয় সে খেয়ানত করে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন চুক্তি করে তা ভঙ্গ করে, আর যখন ঝগড়া করে গালমন্দ করে।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩)
Link copied!