মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টেস্ট হারলেও সাদা বলের সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: সাকিব

প্রকাশিত: ১২:৪০ পিএম, জুন ২৯, ২০২২

টেস্ট হারলেও সাদা বলের সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: সাকিব

টেস্ট নেতৃত্বে ফেরার সিরিজ যেন এখন স্মৃতি থেকে মুছে ফেলতে পারলেই বাঁচেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সফরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টের পর সেন্ট লুসিয়া টেস্টেও শোচনীয় অবস্থায়। চতুর্থদিনেই ১০ উইকেটের জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। বৃষ্টি এসেও বাঁচাতে পারেনি বাংলাদেশকে। প্রথম ইনিংসের ব্যর্থতার ধারাবাহিকতা দ্বিতীয় ইনিংসেও। তারপরও কোথায় যেন একটু আশার বাতি দেখতে পাচ্ছিলেন সাকিবরা। দিনের শুরু থেকে বৃষ্টি। দুই সেশন কাটল ড্রেসিংরুমে বসে। খেলা শুরু হলো বাংলাদেশ সময় রাত ১টায়। দিন পার করতে হলে ৩৮ ওভার টিকে থাকতে হতো। নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজের ওপর আশায় ছিল বাংলাদেশ। কিন্তু উইন্ডিজ বোলাররা কোনো সুযোগ দেয়নি। সোহানের অপরাজিত ৬০ রান কেবল ইনিংস হার থেকে বাঁচিয়েছে টাইগারদের। ১৩ রানের লক্ষ্য পার হতে উইন্ডিজের লেগেছে ১৭ বল। খেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যে বাংলাদেশ যখন হার নিয়ে মাঠ ছাড়ছে তখন দেশের প্রায় মানুষ ঘুমে। এমন হার তো এখন নিত্যসঙ্গী। বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় ছাড়া টেস্টে পুরোপুরি যেন ‘কাগজের বাঘ’ টাইগাররা। বিশেষ করে ব্যাটারদের দায় নিতেই হবে। বাংলাদেশের কোথায় সমস্যা নিয়ে তা নিয়ে এখন অনেক বিশ্লেষণ হচ্ছে। তবে সাকিব মনে করেন টেস্টে জয় পেতে হলে দল হিসেবে সবাইকে ভালো করতে হবে। মানসিকভাবেও শক্ত হওয়াও দরকার মনে করেন তিনি, ‘আমরা সব সময় জানতাম, এটা কঠিন সিরিজ হতে যাচ্ছে। এই সিরিজে অনেক ইতিবাচক দিক আছে। আমাদের এখন চিন্তা করার এবং টেস্টে ভালো করার সময় আছে। মানসিকভাবে আমাদের শক্ত হতে হবে। আমরা খুব প্রতিযোগিতাপূর্ণ দল হতে পারি। আমরা গত ৩-৪ বছরে পেস বিভাগ উন্নত করেছি। তারা চমৎকার কাজও করছে।' উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারলেও সাদা বলের সিরিজ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে মনে করেন সাকিব, ‘টেস্ট জিততে হলে দল হিসেবে আমাদের ভালো করতে হবে। সাদা বলে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমরা তা দেখিয়ে দেবো।’
Link copied!