শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্যালকম বেবি পাউডার বিক্রি বন্ধের ঘোষণা জনসনের

প্রকাশিত: ১২:১৬ পিএম, আগস্ট ১২, ২০২২

ট্যালকম বেবি পাউডার বিক্রি বন্ধের ঘোষণা জনসনের

যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) ট্যালকম বেবি পাউডার আগামী বছর থেকে বাজারে পাওয়া যাবে না। বৃহস্পতিবার (১১ আগস্ট) এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও কানাডায় জেঅ্যান্ডজে ট্যালক-নির্ভর পাউডার বিক্রি বন্ধ করে। তখন পণ্যের সুরক্ষার বিষয়ে ‘ভুল তথ্য’ ছড়িয়ে পড়ার কারণে চাহিদা কমে যায়। জেঅ্যান্ডজে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সাল থেকে পোর্টফোলিও মূল্যায়নের অংশ হিসেবে বিশ্বব্যাপী ট্যালকম পাউডার বিক্রি পুরোপুরি বন্ধ করা হবে। কর্নস্টার্চ-ভিত্তিক বেবি পাউডার উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। জনসনের বেবি পাউডারে অ্যাসবেসটস নামে একধরনের খনিজ সিলিকেট রয়েছে। যা দেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৮ হাজার ভোক্তা ও ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন। জেঅ্যান্ডজে সে অভিযোগ অস্বীকার করে। তারা জানিয়েছে, ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে তাদের ট্যালকম পাউডারকে নিরাপদ ও অ্যাসবেস্টস-মুক্ত বলে প্রমাণ করা হয়েছে।
Link copied!