শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রকাশিত: ১০:৩০ এএম, জুলাই ১, ২০২২

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ডেইলি খবর ডেস্ক: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১০ই জুলাই পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষ্যে আজ সকাল ৮টা থেকে শুনি হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ বিক্রি হচ্ছে ৫ই জুলাইয়ের টিকিট। রাজধানীর কমলাপুর স্টেশনে সকাল থেকে ১৬টি কাউন্টার এক যোগে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এরমধ্যে নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য দুটি আলাদা কাউন্টার রয়েছে।অগ্রিম টিকিটের জন্য গতকাল রাত থেকেই অপেক্ষা করেছেন অনেকেই। ভোর থেকে বাড়তে থাকে টিকিট প্রত্যাশীদের সংখ্যা। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত টিকিট প্রত্যাশীদের লাইন কাউন্টারের সামনে থেকে স্টেশনের বাইরে চলে গিয়েছে। তবে পৃথক পৃথক স্টেশনে টিকিট বিক্রি হওয়ায় অন্যান্য সময়ের তুলনায় কমলাপুরে এবার কিছুটা চাপ কমেছে। এদিকে ট্রেনের অগ্রিম টিকিট একজনকে সর্বোচ্চ চারটি টিকিট দেয়া হচ্ছে। কাউন্টারের পাশাপাশি অর্ধেক টিকিট অনলাইন ও অ্যাপসে পাওয়া যাচ্ছে। রেলওয়ে জানায়, আজ দেয়া হবে ৫ই জুলাইয়ের টিকিট।৬ই জুলাইয়ের টিকিট ২রা জুলাই, ৭ই জুলাইয়ের টিকিট ৩রা জুলাই, ৮ই জুলাইয়ের টিকিট ৪ঠা জুলাই এবং ৯ই জুলাইয়ের টিকিট ৫ই জুলাই বিক্রি হবে। এছাড়া ১১ই জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট ৭ই জুলাই, ১২ই জুলাইয়ের টিকিট ৮ই জুলাই, ১৩ই জুলাইয়ের টিকিট ৯ই জুলাই এবং ১৪ ও ১৫ই জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ১১ই জুলাই। অনলাইন টিকিটের অর্ধেক ওয়েবসাইটে এবং অর্ধেক অ্যাপে বিক্রি করা হবে। ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। সেগুলো হলো- দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল ১, ২, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল, শোলাকিয়া স্পেশাল ১, ২। এছাড়া, আগামী ৬ই জুলাই থেকে ৯ই জুলাই পর্যন্ত ঢাকামুখী একতা, দ্রæতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না। আগামী ৬ থেকে ১৪ই জুলাই পর্যন্ত মিতালি এক্সপ্রেস এবং ৭ থেকে ১৪ই জুলাই পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না। রেল মন্ত্রণালয় আরও জানায়, ঢাকার কমলাপুর স্টেশনে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকেট, কমলাপুর শহরতলী প্লাটফরম থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকেট, ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকেট, তেজগাঁও স্টেশনে পাওয়া যাবে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী ঈদ স্পেশাল ট্রেনের টিকেট। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পাওয়া যাবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকেট, ফুলবাড়িয়া স্টেশন থেকে পাওয়া যাবে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকেট। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল ট্রেনের টিকেট বিক্রি হবে।  
Link copied!