শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রেলারে চমক দেখালো ‘দামাল’

প্রকাশিত: ১১:৫১ এএম, আগস্ট ১৭, ২০২২

ট্রেলারে চমক দেখালো ‘দামাল’

পরাণ এর সাফল্যের পর আবারও বড় পর্দায় ফিরছেন পরিচালক রায়হান রাফী। আগামী ২৮ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘দামাল’। মঙ্গলবার (১৬ আগস্ট) প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। আগেই জানা গিয়েছিল মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প উঠে আসবে ‘দামাল’ সিনেমায়। সে সময় ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করা হয়। যেটি ইতিহাসের অংশ। ঘটনাটি অনেকের কাছে অজানা। ট্রেলারেও তার আঁচ পাওয়া গেছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’-এর ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গেছে। নেটিজেনরা খুব পছন্দ করছে ট্রেলারটি। অনেকেই বলছে পরাণের মতোই ধামাকা সৃষ্টি করতে যাচ্ছে রায়হান রাফির নতুন এই সিনেমাটি। শিশু সাহিত্যিক ফরিদুর রেজার সাগরের মূল গল্পে ‘দামাল’র যৌথ চিত্রনাট্য করেছেন লেখক নাজিম উদ দৌলা এবং পরিচালক রায়হান রাফী। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ।
Link copied!