মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ডিআরইউ’র নেতৃত্বে নোমানী-সোহেল

প্রকাশিত: ১১:৩৩ এএম, ডিসেম্বর ১, ২০২২

ডিআরইউ’র নেতৃত্বে নোমানী-সোহেল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি পদে মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক পদে মাঈনুল আহসান সোহেল নির্বাচিত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবু তাহের, এমএ আজিজ ও ড. রেজওয়ান সিদ্দিকী। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী হলেন-সহসভাপতি দীপু সারোয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল আহসান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, নারীবিষয়ক সম্পাদক মরিয়ম মনি (সেঁজুতি), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক তানভীর আজমদ। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন-মনিরুল ইসলাম মিল্লাত (মনির মিল্লাত), ইসমাঈল হোসাইন রাসেল (রাসেল আহমেদ), মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, এস এম মোস্তাফিজুর রহমান (সুমন), ইব্রাহিম আলী (আলী ইব্রাহিম)। সভাপতি পদে নির্বাচিত নোমানী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সোহেল কাজ করছেন দৈনিক ইনকিলাবে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে। নির্বাচনে সোহেল পেয়েছেন ৪২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন পেয়েছেন ৩৮৩ ভোট। ৬৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নোমানী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমেদ খান পেয়েছেন ৫৪৩ ভোট। এর আগে সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। উৎসবমুখরভাবে বিরতিহীনভাবে চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে নবীন-প্রবীণ সাংবাদিকদের পদচারণায় দিনভর মুখর ছিল পুরো সেগুনবাগিচা এলাকা। এ বছর ১ হাজার ৪৫৭ জন সদস্য ভোট দেন। ডিআরইউ নির্বাচনে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নঈমুদ্দীন। বাকি ২০ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৩ জন।
Link copied!