শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিপজল ভাইকে ফেরাতে পারিনি

প্রকাশিত: ০১:১১ পিএম, জানুয়ারি ২৫, ২০২২

ডিপজল ভাইকে ফেরাতে পারিনি

জনপ্রিয় চিত্রতারকা মৌসুমী। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচন করার ঘোষণার পর আলোচনায় তিনি। নির্বাচন ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে ব্যস্ততা... আগামী ২৮ জানুয়ারি আমাদের চলচ্চিত্র শিল্পীদের প্রাণের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সে কথা তো এখন টক অব দ্য টাউন (হাহা)। এখন শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা। আমিও কদিন ধরে নিয়মিত এফডিসিসহ শিল্পীদের কাছে যাচ্ছি। গত রবিবার রাতে পান্থপথের একটি কনভেনশন সেন্টারে আমাদের প্যানেল পরিচিতির আয়োজন ছিল। সেখানেও নিজের বক্তব্য তুলে ধরেছি। আমাদের প্যানেলে অনেক সিনিয়র শিল্পী রয়েছেন। তার বাইরে আনোয়ারা ম্যাডাম, সুজাতা ম্যাডামের মতো শিল্পীদের সাপোর্ট আমরা পাচ্ছি। সব মিলিয়ে আমি নির্বাচনের ফলাফল নিয়ে বেশ আশাবাদী। সমালোচনা... অনেকে আমাকে নিয়ে একটা বিষয়েই সমালোচনা করছেন। তারা মানতে পারছেন না যে মিশা-জায়েদ প্যানেলের বিপক্ষে গতবার আমি সভাপতি পদে নির্বাচন করেছি, এবার সেই প্যানেলে হয়েই কেন কার্যকরী সদস্যপদে নির্বাচন করছি। তাদের উদ্দেশে বলতে চাই, দুটি কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। প্রথমত, প্রথমবার যখন মিশা-জায়েদ প্যানেল জয়ী হয়, এরপর তাদের কিছু কাজ ও আচরণ আমার ভালো লাগেনি। তাই চেয়েছিলাম নিজে দায়িত্ব নিয়ে শিল্পীদের পাশে দাঁড়াতে। সেবারই ১৮৪ জন শিল্পীর পদ কেড়ে নেওয়া হয়। যার মধ্যে কয়েকজন অতিপরিচিত প্রতিষ্ঠিত শিল্পী। তাদের পদ বাতিল হওয়ায় আমিও বিরক্ত হয়েছিলাম। তবে শেষবার যখন এই প্যানেল আবার জয়ী হলো, তখন নিজেদের ভুল-ভ্রান্তি অনেকটাই শুধরে নিয়েছে। আমি দেখেছি, করোনাকালে তারা কীভাবে শিল্পীদের জন্য কাজ করেছেন। তা ছাড়া চলচ্চিত্রে আমার সিনিয়রদের অনুরোধেই এবার নির্বাচনে দাঁড়িয়েছি। বিশেষ করে ডিপজল ভাইয়ের কথা বলতেই হয়। তিনি এক দিন আমার বাসায় এসে হাজির! তাকে ফিরিয়ে দিতে পারিনি। অনেকে চাইছিলেন আমি যেন কার্যনির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করি। কিন্তু নানা ব্যস্ততায় বড় পদে নির্বাচন এ মুহূর্তে সম্ভব নয়। তাই কার্যনির্বাহী সদস্যপদে দাঁড়িয়েছি। কাজ করতে চাইলে যে কোনো পদে থেকেই করা যায়। ইশতেহার... নির্বাচনে আমরা কোনো ইশতেহার দিইনি। চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে অনেকগুলো পরিকল্পনা রয়েছে। এখন সিনেমা কম নির্মাণ হচ্ছে। আমাদের কাজও কম। চলচ্চিত্রের অন্যান্য সমিতির সঙ্গে সমন্বয় করে আমাদের সমিতিকে আরও এগিয়ে নিয়ে যাব। চলচ্চিত্র শিল্পীদের পাশে সব সময় ছিলাম। ভবিষ্যতেও শিল্পীদের সুখে-দুঃখে পাশে থাকব। সোশ্যাল ওয়ার্ক... ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর কার্যক্রম চলছে। সম্প্রতি সংগঠনের তরফ থেকে রাজধানীর হাতিরঝিলসহ বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছি। এ ছাড়া নানামুখী কার্যক্রম চলছে। হাতে থাকা ছবি... গত বছর অক্টোবরে মির্জা সাখাওয়াৎ হোসেনের পরিচালনায় ‘ভাঙ্গন’ ছবিতে অভিনয় করেছি। আজ থেকে আবারও শ্যুটিং শুরু হচ্ছে এর। এ ছাড়া জাহিদ হোসেনের পরিচালনায় ‘ফু’ নামে একটি ছবির কাজ শিগগিরই শুরু করব।
Link copied!