বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

ঢাকার বাতাসের মানের উন্নতি

প্রকাশিত: ১২:২০ পিএম, ফেব্রুয়ারি ১৩, ২০২৩

ঢাকার বাতাসের মানের উন্নতি

দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর রাজধানী ঢাকায় বাতাসের গুণ-মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা ১৯তম স্থানে রয়েছে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারি সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছেন নগরবাসী। গত মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। যার ধারাবাহিকতা ফেব্রুয়ারিতে দেখা গেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৩৬। ৫১ থেকে ১০০ এর মধ্যে একিউআই স্কোর 'স্বাভাবিক' বলা হয়। তবে এমন পরিস্থিতিও কিছু মানুষের জন্য 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, বিশেষ করে যারা বায়ুদূষণের প্রতি অস্বাভাবিকভাবে সংবেদনশীল। ১০১ থেকে ১৫০ পর্যন্ত মাত্রাকে বলা হয় অরেঞ্জ লেভেল যা সাধারণ মানুষের জন্য খুব একটা ক্ষতিকর না হলেও কারও কারও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। ১৫০ থেকে ২০০ পর্যন্ত থাকলে তা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। আর এই মান ২০০ থেকে ৩০০ পর্যন্ত চরম অস্বাস্থ্যকর। আর একিউআই ৩০০-এর বেশি হলে সেটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়। একিউএয়ারের তথ্য বলছে, ১৯৭ একিউআই স্কোর নিয়ে প্রথম অবস্থানে বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো; ১৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় রাশিয়ার ক্রাসনোয়ারস্ক। ১৮৯ স্কোর নিয়ে তৃতীয় পাকিস্তনের লাহোর এবং চতুর্থ স্থানে থাকা মঙ্গোলিয়ার উলানবাটরের স্কোর ১৭৬। পঞ্চমে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের স্কোর ১৭৩। মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে ভুগছে বায়ুদূষণে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা। বর্তমানে শীত আসার সঙ্গে সঙ্গে নির্মাণকাজ, রাস্তার ধুলা ও অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণের কারণে ঢাকা শহরের বাতাসের গুণমান দ্রুত খারাপ হতে শুরু করে।
Link copied!