বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা-১৪ আসনে নৌকার মাঝি হতে চান বাঙলা কলেজের হ্যাপি

প্রকাশিত: ১২:০৪ পিএম, জুন ১১, ২০২১

ঢাকা-১৪ আসনে নৌকার মাঝি হতে চান বাঙলা কলেজের হ্যাপি

ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে লড়তে চান বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি। হ্যাপি বর্তমানে দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বের দুটি জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সাবেক ছাত্রলীগের এই নেতা বেশ জনপ্রিয়। স্থানীয়রা বলছেন, করোনাকালীন সময়ে সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত তখনই তিনি জীবনের ঝুঁকি নিয়ে মানুষের দ্বারে দ্বারে খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছেন। জানতে চাইলে বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক এই ছাত্রনেতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনীত করেন, তাহলে আমি ঢাকা-১৪ আসনকে সুশিক্ষায় শিক্ষিত করে একটি শান্তিময় ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তুলবো। প্রসঙ্গত, আগামী ২৮ জুলাই ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রায় অর্ধশতাধিক প্রার্থী নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী।
Link copied!