শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তদন্ত দল চাইলে আনভীরকে জিজ্ঞাসাবাদ করা হবে: পিবিআই

প্রকাশিত: ০৪:০৯ পিএম, সেপ্টেম্বর ২৫, ২০২১

তদন্ত দল চাইলে আনভীরকে জিজ্ঞাসাবাদ করা হবে: পিবিআই

ডেইলি খবর ডেস্ক: তদন্ত দল চাইলে গুলশানের ফ্ল্যাটে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।আজ শনিবার সকালে ধানমন্ডিতে পিবিআই'র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বনজ কুমার মজুমদার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। গত বৃহস্পতিবার এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সায়েম সোবহান আনভীর হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন। এ মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে কিনা জানতে চাইলে বনজ কুমার বলেন, 'তদন্ত দল এটি নিয়ে কাজ করছে। তদন্ত টিম যদি মনে করে, তাহলে জিজ্ঞাসাবাদ করা হবে।'তদন্তের অগ্রগতি কতটুকু,জানতে চাইলে তিনি বলেন, 'কিছু কাজ হচ্ছে।তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।এর আগে গত বৃহস্পতিবার সহকারী অ্যাটর্নি জেনারেল মো: মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, সম্প্রতি সায়েম সোবহান আনভীর আইনজীবী হাসান ইমামের মাধ্যমে এই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেন। তিনি আরও জানান, বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে ২৯ সেপ্টেম্বর আবেদনের শুনানি হওয়ার কথা আছে।গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় ২১ বছর বয়সী কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।এরপর গত ৬ সেপ্টেম্বর নিহতের বড় বোন ধর্ষণ ও হত্যার অভিযোগে সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলাটি করেন।
Link copied!