মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তারেকের নির্দেশে খালেদা জিয়ার প্রেস সচিবকে অব্যাহতি

প্রকাশিত: ০৩:২৪ পিএম, এপ্রিল ৫, ২০২১

তারেকের নির্দেশে খালেদা জিয়ার প্রেস সচিবকে অব্যাহতি

কাজে নিষ্ক্রিয় থাকার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অব্যাহতির চিঠি ইস্যু করেন দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। সোমবার (৫ এপ্রিল) মারুফ কামালের অব্যাহতির চিঠি গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে মারুফ কামালের কাছে পাঠানো হবে। এ বিষয়ে এমরান সালেহ প্রিন্স ঢাকা পোস্টকে বলেন, ‘নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে গুলশানে চেয়ারপারসনের দফতরে চিঠি পাঠানো হয়েছে। আজকের মধ্যেই চিঠিটি মারুফ কামাল খানের কাছে পাঠানো হবে।’ তিনি আরও বলেন, ‘আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে চিঠি ইস্যু করেছি।’ কেন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে- জবাবে প্রিন্স বলেন, ‘২০১৮ সাল থেকে তাকে দলের কোনো কর্মকাণ্ডে পাওয়া যাচ্ছে না। এই কারণে হয়তো তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’ অব্যাহতির বিষয়টি মারুফ কামালকে জানানো হয়েছে কি না- জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘আমি তার মোবাইল নম্বর বন্ধ পাচ্ছি। তাই এখনও জানানো হয়নি। তবে আজকেই চিঠি পাঠিয়ে দেওয়া হবে।’
Link copied!