মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দুর্ঘটনার পর গাড়ি ভাঙা কোনও সমাধান নয় : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ডিসেম্বর ১, ২০২১

দুর্ঘটনার পর গাড়ি ভাঙা কোনও সমাধান নয় : প্রধানমন্ত্রী

দুর্ঘটনার পর অন্য কোনও বাস বা গাড়িতে আগুন দেওয়া সমাধান নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্ঘটনার পর অন্য কোনও গাড়ি-ভাঙচুর করলে যারা আহত বা নিহত হন তার দায় কার। আইন নিজের হাতে তুলে নেবেন না। বুধবার বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। একজন দুর্ঘটনায় পড়লে আগে তাকে সাহায্য করুন, হাসপাতালে নিয়ে যান। গাড়ি ভাঙচুর করবেন না। প্রধানমন্ত্রী বলেন, কেউ দুর্ঘটনায় মারা গেছেন তা অত্যন্ত দুঃখজনক। এর জন্য কারা দায়ী তা খুঁজে বের করতে হবে। ময়লার গাড়ির ধাক্কায় পরপর দুদিন দুজন মারা গেল। এটা কেন?   গাড়িচালকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চালকদের আরও সতর্ক হতে হবে। মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। আপনারা সাবধানে গাড়ি চালাবেন।
Link copied!