বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধানের কুড়ায় ক্যামিক্যাল মিশিয়ে তৈরি হতো ভেজাল মসলা

প্রকাশিত: ০১:২৪ পিএম, জানুয়ারি ২২, ২০২২

ধানের কুড়ায় ক্যামিক্যাল মিশিয়ে তৈরি হতো ভেজাল মসলা

চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকা থেকে ভেজাল হলুদ, মরিচ, ধনিয়ার গুড়া, ক্যামিকেল ও ধানের কুড়াসহ ৬ জন গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) খাতুনগঞ্জের হামিদউল্লাহ মিয়া বাজারের ভেতর চৌধুরী বিল্ডিংয়ের নিচ তলার আরিফের মিল থেকে এসব ভেজাল পণ্য উদ্ধার করা হয়। এ সময় ভেজাল পণ্য তৈরীর সাথে জড়িত থাকায় মো. ইসহাক (৪০), মো. সাগর (২৭), মো. নসু মাঝি (৬০), রাহাত উদ্দিন(২১), মো. শহিদ (৪০), খাইরুল (৩০) নামে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২১ জানুয়ারি) সকালে এ ঘটনার বিবরণ দিয়ে র‍্যাব-৭ চট্টগ্রামের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী এই মিল থেকে উদ্ধার করা হয় ভেজাল হলুদ, মরিচ ও ধনিয়ার গুড়া তৈরীর উপকরন, লাল রংয়ের ক্যামিকেল ৮৫০ গ্রাম, হলুদ রংয়ের ক্যামিকেল ৩৫০ গ্রাম, খয়েরী রংয়ের ক্যামিকেল ২০ গ্রাম, কয়লা ৮০০ গ্রাম, ধানের কুড়া ও গোটা হলুদ ২৮৬ কেজি, ৩৩৩ কেজি ভেজাল হলুদের গুড়া, ১৫৭ কেজি ভেজাল মরিচের গুড়া, ৮০ কেজি ভেজাল ধনিয়ার গুড়া। র‍্যাব জানায়, এসব ভেজাল পণ্য ভোক্তাদের কাছে বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছিল। তারা ১২টি বস্তায় মোট ৫৬৫ কেজি ধানের কুড়া মজুদ করেছিলো। এগুলো দিয়ে ভেজাল হলুদ, মরিচ ও ধনিয়ার গুড়া তৈরীর কাজ চলতো। আসামিরা জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানায়, এই মিলের ম্যানেজার মো. ইসকান্দার (৩০) দীর্ঘদিন থেকে ভেজাল হলুদ, মরিচ ও ধনিয়ার গুড়া তৈরী করে ভোক্তাদের মাঝে বিক্রি করে আসছিল। অভিযানের সময় সে পালিয়ে যায়। কোতোয়ালী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।
Link copied!