শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নতুন নিয়মে চলাচলে নিষেধাজ্ঞা রাত ১০টা থেকে ভোর ৫টা

প্রকাশিত: ০৫:৪৯ এএম, জুলাই ১, ২০২০

নতুন নিয়মে চলাচলে নিষেধাজ্ঞা রাত ১০টা থেকে ভোর ৫টা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাড়ির বাইরে চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞার সময় বেড়েছে তিন ঘণ্টা। নতুন নিয়মে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জনসাধারণের বাইরে চলাচল করতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নির্দেশনায় বলা হয়েছে, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ব্যতীত (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি) বাসস্থানের বাইরে আসা যাবে না। এছাড়া অন্যান্য সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। এতে বলা হয় ‘বাসস্থানের বাইরে মাস্ক পরিধান করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ এর আগের নির্দেশনায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে আসা নিষেধ ছিল।
Link copied!