মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নতুন বছরে হেরে যাবে করোনা মহামারি: ডব্লিউএইচও

প্রকাশিত: ০৩:২৬ পিএম, জানুয়ারি ১, ২০২২

নতুন বছরে হেরে যাবে করোনা মহামারি: ডব্লিউএইচও

ডেইলি খবর ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস আশার বাণী শুনিয়েছে, ২০২২ সালে করোনা মহামারি হার মানবে। তবে এ জন্য বেশ কিছু শর্ত উল্লেখ করেছেন তিনি। এর মধ্যে একটি করোনার সংক্রমণ রোধে দেশগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে।খ্রিষ্ট্রীয় নতুন বছরের শুরুতে এক বিবৃতিতে ডব্লিউএইচও প্রধান আধানম গেব্রেয়াসুস বলেন, তিনি টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ ও টিকার মজুদের বিষয়ে সতর্ক হতে হবে।তিনি বলেন, দুই বছরে আমরা এখন এই ভাইরাস সম্পর্কে ভালোভাবে জেনেছি। মাস্ক ব্যবহার, ভিড় এড়ানো, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, বায়ুপ্রবাহ ঠিক রাখা, করোনা পরীক্ষা করা এবং সংক্রমণের উৎস খোঁজার মাধ্যমে আমরা সংক্রমণ নিয়ন্ত্রণ শিখেছি।ডব্লিউইচও প্রধান আরও বলেন, আমরা এ রোগের চিকিৎসা করতে পারছি। গুরুতর অসুস্থ ও আক্রান্তদের বেঁচে থাকার সম্ভাবনা এতে বেড়েছে। এসব শিক্ষা এবং সামর্থ্য দিয়ে মহামারির অবসান ঘটানোর সুযোগ আমাদের হাতে আছে।একই সঙ্গে সতর্কবার্তাও দিয়ে টেড্রোস আধানম বলেন, টিকার ক্ষেত্রে যে অসমতা রয়েছে তা বজায় থাকলে করোনার নতুন ধরন আসার ঝুঁকি বাড়বে।তিনি আরও বলেন, আমরা যদি এই অসমতা থেকে বেরিয়ে আসতে পারি তবে করোনা মহামারি বিদায় নেবে।  
Link copied!