শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

প্রকাশিত: ০৯:০৬ এএম, অক্টোবর ২৫, ২০২২

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

ডেইলি খবর ডেস্ক: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভূত এ রাজনীতিবীদ বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চেয়েও বেশি ধনী। গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ঋষি সুনাকের পারিবারিক সম্পত্তির পরিমাণ ৭৩০ মিলিয়ন পাউন্ড। অন্যদিকে রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামেলিয়ার সম্পত্তির পরিমাণ ৩০০-৩৫০ মিলিয়ন পাউন্ড।যুক্তরাজ্যের ইতিহাসে এবারই প্রথমবারের মতো এমন একজন প্রধানমন্ত্রী হলেন যে দেশটির রাজার চেয়েও বেশি ধনী। তিনি ৬০ এর দশকে বৃটেনে আসেন। ইতিহাস সৃষ্টি করে বৃটেনে নতুন প্রধানমন্ত্রী হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং প্রথম এশিয়ান ঋষি সুনাক। এটাই বৃটেনের সর্বোচ্চ রাজনৈতিক পদে প্রথম একজন ভারতীয়ের অভিষেক। ঋষি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বৃটেনে যা যা হবে তা জানিয়েছে বিবিসি।এতে বলা হয়েছে, ঋষি প্রধানমন্ত্রী হওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী লিজ ট্রাস বৃটেনের রাজা তৃতীয় চার্লসের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেবেন। তার পদত্যাগের পর ঋষি সুনাককে আমন্ত্রণ জানাবেন রাজা। সেখানে তাকে নতুন সরকার গঠন করতে বলবেন তিনি। বাকিংহাম প্রাসাদে আয়োজিত হবে ওই বৈঠক। তবে কবে এটি হবে তা এখনও জানা যায়নি।এ জন্য রাজা চার্লস রাজধানী লন্ডনে ফিরে আসছেন। সুনাকই হতে যাচ্ছেন রাজা তৃতীয় চার্লসের অধীনে প্রথম প্রধানমন্ত্রী। তার মা রানী এলিজাবেথ তার অধীনে ১৫ জন প্রধানমন্ত্রীকে দায়িত্ব পালন করতে দেখেছেন। জানা গেছে, বরিস জনসনের মতো লিজ ট্রাসও বিদায় বেলায় ১০ নং ডাউনিং স্ট্রিটে ছোট বক্তব্য দিতে পারেন।এরপর ঋষি সুনাকেরও বিশ্ব গণমাধ্যমের সামনে বক্তব্য দেয়ার কথা রয়েছে।  
Link copied!