বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নন-ক্যাডার ও মাধ্যমিকে ২৫৯৮ জনকে নিয়োগের সুপারিশ পিএসসির

প্রকাশিত: ০৫:৩০ এএম, ডিসেম্বর ৩০, ২০২০

নন-ক্যাডার ও মাধ্যমিকে ২৫৯৮ জনকে নিয়োগের সুপারিশ পিএসসির

মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক ও নন–ক্যাডার পদে ২ হাজার ৫৯৮ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। মঙ্গলবার বিকালে পিএসসির বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। বিশেষ সভায় ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ঘোষণা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সভাসূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক পদে ২ হাজার ১৫৫ জন নিয়োগ পাচ্ছেন। আর ৩৮তম বিসিএস থেকে ৪৪৩ জনকে নন-ক্যাডারে (১ম শ্রেণির পদ) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সহকারী শিক্ষকরা সবাই দশম গ্রেডে নিয়োগ পাবেন। দেশের ৩১৯ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক–সংকট রয়েছে। সর্বশেষ ২০১১ সালে শিক্ষক নিয়োগ দেয়া হয়। এর পর থেকে বিসিএসের নন-ক্যাডার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছিল। তবে বিসিএস নন-ক্যাডার থেকে স্কুলগুলোর জন্য বিষয়ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাচ্ছিল না। এ ছাড়া বিসিএসের নন-ক্যাডার থেকে যারা শিক্ষক পদে নিয়োগ পেয়ে আসেন, তাদের বেশিরভাগই পর অন্য চাকরিতে চলে যান। এতে বিদ্যালয়গুলোয় শিক্ষক–সংকট থেকেই যায়।
Link copied!