বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নবপ্রাণে মেতেছে বাঙলা কলেজ প্রাঙ্গণ

প্রকাশিত: ০১:৩৫ পিএম, সেপ্টেম্বর ২৬, ২০২১

নবপ্রাণে মেতেছে বাঙলা কলেজ প্রাঙ্গণ

করোনা দুর্যোগ চলাকালীনই আবারও শিক্ষার্থীদের পাদচারণায় মুখর হয়ে উঠলো সরকারি বাঙলা কলেজ প্রাঙ্গণ। নতুন উদ্যমে ছাত্র-ছাত্রীরা ফিরে এলো সেই চিরচেনা পরিবেশে। দীর্ঘ প্রায় দেড় বছর পর নবপ্রাণে মেতেছে প্রতিষ্ঠানটি। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও নিয়মিতই চলছিলো অনলাইন শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন পর শিক্ষাঙ্গন খোলায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ‘ঈদ আনন্দ’ লক্ষ্য করা গেছে। সরকারি বাঙলা কলেজ তাদের শিক্ষার্থীদের বরণ করে নেয় গোলাপ ফুল দিয়ে। যেখানে স্বয়ং উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষক বৃন্দ। সরকারি বাঙলা কলেজ অধ্যক্ষ ড. ফেরদৌসি খান জানান, সরকারের দেওয়া নিয়মনীতি মেনেই স্বাস্থ্যবিধি অনুযায়ী ক্লাস পরিচালনা হবে। এ ছাড়া কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুভূতি প্রকাশ করে এইচএসসি পরীক্ষার্থী সজল জানান, সামনে পরীক্ষা; সেজন্য ক্লাস চালু খুবই জরুরি ছিল। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা খুব দ্রুততম সময়ের মধ্যে সিলেবাস শর্ট করে পরীক্ষার প্রস্তুতি নেবেন। এদিকে, ক্লাস শুরু হওয়ায় প্রাণচঞ্চল হয়ে উঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠে ক্লাসগুলো।
Link copied!