বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নর্দান ইউনিভার্সিটির ইউসুফের ২০ কোটি টাকা আত্মসাৎ!

প্রকাশিত: ০৯:১৯ এএম, জুন ১৭, ২০২২

নর্দান ইউনিভার্সিটির ইউসুফের ২০ কোটি টাকা আত্মসাৎ!

ডেইলি খবর ডেস্ক: নর্দান ইউনিভার্সিটির ইউসুফের ২০ কোটি টাকা আত্মসাৎ। বেসরকারি বিশ্ববিদ্যালয় 'নর্দান ইউনিভার্সিটি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: আবু ইউসুফ আব্দুল্লাহর জালিয়াতি কওে কৌশলে এ অর্থ চুরি করেন। তার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। এতে বলা হয়েছে-প্রতারণার মাধ্যমে ২০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। গত ৬ জুন ফ্লোরিন গনি রহমান নামে গুলশানের এক বাসিন্দা মামলাটি দায়ের করেন। এতে অধ্যাপক আবু ইউসুফ আব্দুল্লাহ ছাড়াও রিয়াজুল আলম নামে আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে। অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়েছে। অভিযুক্তরা আনরেজিস্টার্ড চুক্তিনামা তৈরি করে প্রতারণার মাধ্যমে ২০ কোটি ৫ লাখ ছিয়াত্তর হাজার নয়শ বিশ টাকা আত্মসাৎ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি নুরে আযম মিয়া। গত ১০ জানুয়ারি নর্দান ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস তৈরির জন্য একটি আবাসন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে জমি কিনে চুক্তি অনুযায়ী টাকা না দেওয়া এবং জালিয়াতি মামলায় আবু ইউসুফ গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে ছাড়া পান তিনি। প্রশ্ন উঠেছে বসরকারী ইউনিভার্সিটিগুলোতে ট্রাস্টিবোডের্র নানারকম মুখরোচক খবর টাকা াাত্মসাতের খবর সনদ প্রতারনা জালিয়াতি বেচা-বিক্রি এসব এখন খবরের সিরোনাম হচ্ছে,ব্যর্থতা কার?
Link copied!