শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নায়িকা হত্যাকাণ্ড: শিমুর স্বামী নোবেলকে যে প্রশ্ন করতে চান তার বোন

প্রকাশিত: ০১:৫৮ পিএম, জানুয়ারি ১৮, ২০২২

নায়িকা হত্যাকাণ্ড: শিমুর স্বামী নোবেলকে যে প্রশ্ন করতে চান তার বোন

ঢাকাই ছবির নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার স্বামী নোবেল ও গাড়িচালক ফরহাদকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমু হত্যার দায় শিকার করেছেন তার স্বামী শাখাওয়াত আলী নোবেল। এ কথা জানতে পেরে বিস্ময় প্রকাশ করেছেন শিমুর ভাই-বোনেরা। বিষয়টি তাদের বিশ্বাস হচ্ছে না। কেন তাদের বোনকে এভাবে নৃশংসভাবে হত্যা করলেন নোবেল - সে প্রশ্ন রাখতে চান শিমুর বোন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিহত শিমুর বোন বলেন, আমার বোনের কোনে শত্রু ছিল না। ও নিজেও কখনো বলেনি যে ওর কোনো শত্রু আছে। নোবেলের সঙ্গে তার ১৮ বছরের সংসার। তারা প্রেম করে বিয়ে করেছেন। তবে নোবেল কেন এ কাজ করতে যাবেন? কি অপরাধ ছিল আমার বোনের? আপনারা লাশের ছবি দেখেছেন কিনা জানি না? এতো নৃশংসভাবে মানুষ-মানুষকে খুন করতে পারে! মামলা করবেন কিনা প্রশ্নে শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন বলেন, আমরা ওসির সঙ্গে আলোচনা করে মামলা করব। সোমবার দুপুরে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা বস্তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে নারীর লাশ উদ্ধার করে। পরে সেটি নায়িকা শিমুর লাশ বলে শনাক্ত হয়। বর্তমানে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড)তার মরদেহ রয়েছে । কেরানীগঞ্জ থানার ওসি মো. আবু সালাম মিয়া জানান, লাশ বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল। শিমুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে শিমুর লাশ দেখতে তার স্বামী ও গাড়িচালক ফরহাদ মিডফোর্ডে গেলে তাদের আটক করে র্যা ব। স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর গ্রিনরোড এলাকার বাসায় থাকতেন নায়িকা শিমু। তিনি নিখোঁজ জানিয়ে সোমবার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বামী নোবেল। এ তথ্য দিয়ে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, জিডিতে নোবেল বলেছিলেন, মাওয়ায় শুটিংয়ের কথা বলে রোববার সকালে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি তার স্ত্রী। প্রসঙ্গত, দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন শিমু। ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন তিনি। শুধু রূপালি পর্দায় নয়; ছোট পর্দায়ও শিমুর পদাচরণ ছিল। বহু নাটকে দেখা গেছে তাকে। মৌসুমি, শাবনূর, পূর্ণিমাদের মতো জনপ্রিয় অভিনেত্রী না হলেও শিমু অভিনয় করেছেন জনপ্রিয় সব অভিনেতার বিপরীতে। চিত্রনায়ক রিয়াজ, অমিত হাসান, বাপ্পারাজ, জাহিদ হাসান, মোশারফ করিম, শাকিব খানের বিপরীতে স্ক্রিন শেয়ার করেন এ নায়িকা৷ ১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে ঢাকাই ছবিতে অভিষেক হয় রাইমা ইসলাম শিমুর।
Link copied!