শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিবন্ধিত নিউজ পোর্টালের সংখ্যা নিয়ে বিভ্রান্তি যা জানালেন আইনজীবীরা

প্রকাশিত: ০৮:০৮ পিএম, সেপ্টেম্বর ১৪, ২০২১

নিবন্ধিত নিউজ পোর্টালের সংখ্যা নিয়ে বিভ্রান্তি যা জানালেন আইনজীবীরা

ডেইলি খবর ডেস্ক: উচ্চ আদালত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা দেন। আদালতে রিটকারী আইনজীবী ৯২টি নিবন্ধনপ্রাপ্ত নিউজ পোর্টালের বাইরে বাকিগুলো বন্ধের নির্দেশনা চাইলে দেখা দেয় বিভ্রান্তি। দেশে এ পর্যন্ত ৮৫টি অনলাইন পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে। তাহলে ৯২ সংখ্যাটি এলো কোথা থেকে। তথ্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা যায়, দেশে এ পর্যন্ত মোট ৮৫টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। এবং দৈনিক পত্রিকা যারা প্রকাশ করেন তাদের ৯২টিকে অনলাইন সংস্করণের অনুমতি দেওয়া হয়। দুটি দুই ক্যাটাগরির নিবন্ধন। তাহলে কোন বিষয়ে আদালতের নির্দেশনা চাইলেন জানতে চাইলে আইনজীবী বলেন,মূলত অনিবন্ধিত অনলাইন পোর্টালকেই বুঝানো হয়েছে। এখানে সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়। সুনির্দিষ্ট ৯২টি বাদে অন্যগুলো বন্ধ করে দিতে বললে আইনিভাবে নিবন্ধন পাওয়া ৮৫টিও ক্ষতিগ্রস্ত হতে পারে মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না সেটি হওয়ার সুযোগ নেই। সংখ্যার বিষয়টি বিবেচ্য নয়,পোর্টালটি নিবন্ধিত নাকি অনিবন্ধিত সে দিকেই হাইকোর্ট আদেশ দিয়েছেন।আইনজীবী রাশিদা চৌধুরী নীলু বলেন,আমরা আজকে রিটের পক্ষে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি আবেদন দাখিল করেছিলাম। ওই শুনানিতে আমরা আদালতে একটি তালিকা দাখিল করি। নিবন্ধিত নিউজ পোর্টালের সম্পূর্ণ তালিকা আমাদের কাছে না থাকায় আমরা একটা ‘নমুনা তালিকা’ জমা দেই। মূলত নিবন্ধিতদের পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট তালিকা বিটিআরসির কাছে রয়েছে। তাই হাইকোর্ট এ বিষয়ে যে আদেশ দিয়েছেন, তাতে করে সংখ্যার প্রতি গুরুত্ব দেওয়ার সুযোগ থাকছে না। মূলত যারা এখনও অনিবন্ধিত তাদের পোর্টালগুলো সাত দিনের মধ্যে বন্ধ করতে হবে।আরেক রিটকারী আইনজীবী জারিন রহমান বাংলা ট্রিবিউনকে বলেন,সম্প্রতি বিভিন্ন নিউজ পোর্টালের নামে কিছু ব্যক্তি ডোমেইন ক্রয় করে এমনভাবে নিউজ বা নিউজের শিরোনাম পরিবেশন করছেন,যা অনৈতিক ও মানহানিকর। তাই এই রিট দায়ের করেছিলাম। রিটে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছিলো।তিনি বলেন, আমরা রিটের মাধ্যমে এমন নির্দেশনা চেয়েছিলাম যেন অনিবন্ধিতদের নিবন্ধনের আওতায় আনা হয়। এ বিষয়টি আমরা আদালতে আজ তুলে ধরি। আমাদের স্থগিত আবেদনের শুনানি নিয়ে আজ অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাত দিনের মধ্যে নিউজ পোর্টালগুলো বন্ধ করে হাইকোর্টকে সম্পূরক আবেদন আকারে জানাতে বিটিআরসির চেয়ারম্যান এবং প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।বাংলা ট্রিবিউন
Link copied!