শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীতি সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ১১:৫৮ এএম, সেপ্টেম্বর ৩০, ২০২২

নীতি সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতির বাড়তি চাপ সামাল দিতে নীতি সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করতে হলে আগের চেয়ে দশমিক ২৫ শতাংশ বেশি সুদ গুনতে হবে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক। যা রোববার থেকে কার্যকর হবে। নীতি সুদহার বাড়লেও ব্যাংকগুলো ৯ শতাংশ সুদে যে ঋণ দিচ্ছে, সেটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো বেশি সুদে টাকা ধার করলেও ঋণের সুদ বাড়াতে পারবে না। এর ফলে ব্যাংক টাকা ধার নেওয়া কমাবে, ঋণও কম দেবে। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার প্রভাব কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম শক্তিশালী হলেও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় সৃষ্ট সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে, যার ফলে বিশে^ চাহিদা ও সরবরাহের মধ্যে অসামঞ্জস্য এখনও বিদ্যমান। এর ফলে ২০২১ সালের শুরু থেকে বিশ^বাজারে অধিকাংশ পণ্যের দাম বেড়েছে, যা এখনও পূর্বাবস্থায় ফেরেনি। এ জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ওভার নাইট বা এক দিনের জন্য ধার করা টাকা বা রেপো সুদহার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে সর্বশেষ গত ২৯ জুন রেপো সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক। আর ২৯ মে বাড়ানো হয়েছিল ৫০ বেসিস পয়েন্ট। রেপো সুদহার বাড়লেও রিভার্স রেপোর সুদহার ৪ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। রিভার্স রেপো হলো ব্যাংকের কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংকের টাকা তুলে নেওয়ার সুদহার। এদিকে আইন লঙ্ঘন করে সহযোগী প্রতিষ্ঠানের ঋণের সুদ মওকুফ ও ঋণ অবলোপনের ক্ষমতা কমল ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের। এখন থেকে এ কাজে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি লাগবে আর্থিক প্রতিষ্ঠানের। দীর্ঘদিন ধরেই সহযোগী প্রতিষ্ঠানকে সীমাতিরিক্ত ঋণ দেওয়ার অভিযোগ আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আবার আইন লঙ্ঘন করে ওই ঋণের সুদ মওকুফ ও ঋণ অবলোপন করছে তারা। এতে করে ঋণের টাকা ফেরত না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় ঋণখেলাপি ঠেকাতে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
Link copied!