শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলা হারুনের শিশুতোষ ছড়া ‌‘গাছমামা’

প্রকাশিত: ০৭:২৯ এএম, অক্টোবর ১, ২০২০

নীলা হারুনের শিশুতোষ ছড়া ‌‘গাছমামা’

গাছ মামা গাছ মামা ঝাঁকা মাথায় দাঁড়িয়ে নাকি? তোমার মাথার ঝাঁকা দেখে ছোট্ট পাখির বাসা আঁকি। তাল গাছে অবাক দেখি শুকনো নারকেল ঝুলছে, মা বললেন, ‘ওরে বোকা! বাবুই'র বাসা দুলছে।’ বট মামার চুলে বড় জট লেগেছে শেষ কবে তেল সাবানে চুল আঁচড়েছে? মরিচ গাছের ছায়ায় থাকা ঘাসেদের বন খেলছে, কাশের মত সাদা ঘাসফুল সেই বনেতে ফুটছে। বরই গাছের সূঁচে গাঁথি শিউলি ফুলের মালা, আম টুকটুক জাম টুকটুক রাঙ্গা হাসি সারাবেলা।
Link copied!