বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের নেতা অনুব্রত মন্ডল গ্রেফতার

প্রকাশিত: ০১:৩১ পিএম, আগস্ট ১১, ২০২২

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের নেতা অনুব্রত মন্ডল গ্রেফতার

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। বৃহস্পতিবার সকালে তার বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ তল্লাশি চালায় সিবিআই। সেই সময় বাড়ি ঘিরে রাখেন সিআরপিএফ সদস্যরা। পরে অনুব্রত মণ্ডলকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান সিবিআই কর্মকর্তারা। পশ্চিমবঙ্গে গরু পাচার মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ ছিল অনুব্রত মন্ডল ও তার দেহরক্ষী সায়গল হোসেনের নাম। সিবিআই সূত্রে জানা গেছে, তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সিবিআই কর্মকর্তারা ১০ বার তাকে তলব করলেও তিনি মাত্র একবার হাজিরা দিয়েছিলেন। গত দুটি সিবিআই তলবও শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে এড়িয়ে গিয়েছেন। একবার গিয়েছিলেন এসএসকেএম-এ এবং পরেরবার বোলপুর মহকুমার হাসপাতালের চিকিৎসকদের বাড়িতে ডেকে বিশ্রাম লিখে দিতে চাপ দেন বলে অভিযোগ। এদিন সকালে ৯টার দিকে আটজন সিবিআই কর্মকর্তা ও প্রায় ১০০ জন সিপিআরএফ সদস্যদ অনুব্রত মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। বাড়ি থেকে নিরাপত্তারক্ষীদের বের করে দিয়ে বাড়ির দখল নিয়ে নেন তারা। বাড়ির সবার কাছ থেকে মোবাইল নিয়ে নেওয়া হয়। বেশ কিছুক্ষণ তল্লাশিও চলে অনুব্রত মণ্ডলের বাড়িতে। পরে বেলা এগারোটার দিকে বাড়ি থেকে বের করে তাদের গাড়িতে তোলে সিবিআই। সিবিআই সূত্রে খবর. তাকে প্রথমে বোলপুরের ক্যাম্প অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর তাকে শারীরিক পরীক্ষাও করানোর কথা রয়েছে। এদিনই তাকে আসানসোল আদালতে হাজির করানো হতে পারে বলে জানা গেছে। তবে অনুব্রত মণ্ডলকে সরকারিভাবে গ্রেফতারের খবর জানানো হয়নি সিবিআই-এর পক্ষ থেকে। সিবিআই সূত্রে জানা গেছে, এদিন সকালে ভারতীয় দণ্ডবিধির ৪১এ ধারায় অভিযুক্ত হিসেবে নোটিস দিয়েছে। এতদিন তাঁকে ভারতীয় দণ্ডবিধির ১৬০ ধারায় অভিযুক্ত করা হয়েছিল।
Link copied!