বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত, হিনা রব্বানীকে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:০৭ এএম, ফেব্রুয়ারি ৫, ২০২৩

পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত, হিনা রব্বানীকে পররাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধের সময় নিরস্ত্র বাঙালির ওপর চালানো নৃশংসতার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিন দিনের সফরে শ্রীলঙ্কায় অবস্থানকালে শনিবার পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি এদিন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এ ছাড়া শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. বিমলা রায়ের সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককালে ড. মোমেন ঢাকা-কলম্বো বিমান ভাড়া কমানোর অনুরোধ জানান। শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার তিন দিনের সফরে কলম্বো যান পররাষ্ট্রমন্ত্রী।
Link copied!