পিডিবি কর্মকর্তার স্ত্রীর পৌনে চার কোটি টাকার ‘অবৈধ সম্পদ’
প্রকাশিত: ১২:৪৫ পিএম, জুন ১৪, ২০২১
প্রায় চার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান কার্যালয়ের পরিচালক (পূর্তকর্ম) এস এম এ আজিম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের ঢাকা–১–এর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম।
মামলায় ১ নম্বর আসামি করা হয় এস এম এ আজিমের স্ত্রী নবতারা নুপুরকে (৫৬)। আজিমকে ২ নম্বর আসামি করা হয়। আজিম একসময় চট্টগ্রাম পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিলেন। দুদক আইন ২০০৪–এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২–এর ৪(২) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলাটি করা হয়।
দুদক চট্টগ্রামের পরিচালক মাহমুদ হাসান এই দম্পতির বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বলেন, চট্টগ্রামে তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকার সময় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে স্ত্রীর নামে স্থাবর–অস্থাবর সম্পদ গড়েছেন বলে অভিযোগে মামলা হয়েছে। স্থাবর সম্পদের অবস্থান চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার এলাকায়। সম্পদ বিবরণী দাখিলের পর প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।
এজাহারে বলা হয়, নবতারা নুপুরের নামে প্রায় চার কোটি টাকার স্থাবর ও পৌনে এক কোটি টাকার অস্থাবর সম্পদের প্রমাণ মেলে। এর মধ্যে নবতারার নামে এক কোটি ছয় লাখ টাকার গ্রহণযোগ্য আয়ের তথ্য পাওয়া যায়। এ সময় তিনি ব্যয় করেন ১৬ লাখ টাকা। ব্যয় বাদে তাঁর নিট সঞ্চয় প্রায় ৯০ লাখ টাকা। ফলে নবতারার নামে ৩ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৬০৭ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, যা তাঁর স্বামী এস এম এ আজিমের চাকরিকালীন দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে উপার্জন করে স্ত্রীর নামে সম্পদ গড়েছেন।