বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশ সপ্তাহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:৩০ এএম, জানুয়ারি ২৩, ২০২২

পুলিশ সপ্তাহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক:‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’প্রতিপাদ্যে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে ‘পুলিশ সপ্তাহ-২০২২’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি প্যারেডে ভার্চুয়ালি উপস্থিত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর প্রশংসা ও পুলিশ সদস্যদের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, নতুন বিধিমালায় ৩ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ দেয়া হয়েছে। রেশন শতভাগ নিশ্চিত করেছি, চাকরিরত অবস্থায় মৃত্যু হলে ভরণপোষণের ব্যবস্থা করা হয়েছে। পুলিশের জন্য নতুন যুগোপযোগী মডিউল করা হয়েছে। জরুরি সেবা ৯৯৯ জনগণের আস্থা ও বিশ্বাস সৃষ্টি করেছে। এক্ষেত্রে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে। রোহিঙ্গা সংকটে পুলিশ দায়িত্ব পালন করছে। করোনা সংকটে মানুষের কাছে খাবার পৌছে দিয়েছে। পুলিশ বাহিনী নিজের ঝুঁকি নিয়ে লাশ দাফন করেছে। যখন আত্মীয়-স্বজনরা লাশ ফেলে গিয়েছিল। পুলিশের নারী কনজিনটেন্টও দেশ সেবায় প্রশংসনীয় ভূমিকা রেখেছে।পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি পুলিশের ওপর হামলা করেছে। অগ্নিসন্ত্রাস ও গাছ কেটেছে।প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাসের প্রভাব থাকার পরও আমরা জাতিকে এগিয়ে নিতে যাই। আমরা প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আমরা আধুনিক জ্ঞান সম্পন্ন করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছি। আমরা বলেছিলাম, ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলব। ২০২১ সালে আমরা দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছি। আমরা বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। বাংলাদেশের মানুষের ভাগ্যকে আমরা পরিবর্তন করব।২০২১ সালে পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য বিপিএম, রাষ্ট্রপতি পুলিশ পদক, গুরুতর মামলা উদঘাটনের জন্য বাংলাদেশ পুলিশ পদক দেয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি এ পদাঙ্ক অনুসরণ করে আপনারা পূর্বসূরীদের অর্জিত সাফল্য ধরে রাখবেন।বক্তব্যের শেষে রাজারবাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের কথা সবাইকে মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
Link copied!